X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী কোচ সুজন (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৯, ১৬:২১আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২০:০০

সংবাদমাধ্যমের মুখোমুখি খালেদ মাহমুদ সুজন (ফাইল ছবি) বড় হার দিয়ে শ্রীলঙ্কা সিরিজ শুরু করেছে বাংলাদেশ। কলম্বোর দ্বিতীয় ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে সফরকারীদের। রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন।

শুক্রবার ‍প্রথম ম্যাচে বাজে ফিল্ডিংয়ের সঙ্গে বোলিং-ব্যাটিংয়ের ব্যর্থতায় শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। কুশল পেরেরার সেঞ্চুরির পর বল হাতে লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপের তোপে ৯১ রানের বড় জয় পেয়েছে লঙ্কানরা। বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই বাজে হারে আত্মবিশ্বাসে কিছুটা হলেও ধাক্কা লেগেছে বাংলাদেশের। যদিও সুজন আশা হারাচ্ছেন না, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার কণ্ঠে।

স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করায় শ্রীলঙ্কা সফরে ‍অস্থায়ী প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সুজনকে। তার অধীনে শুরুতে ধাক্কা খাওয়া বাংলাদেশ নিজেদের গুছিয়ে নিতে পাচ্ছে মাত্র একদিন। অল্প সময়ের বিরতি পাওয়ায় শনিবার অনুশীলন সেশন রাখেনি সফরকারীরা। এরপরও অধিনায়ক তামিম ইকবাল অনুশীলন করেছেন। এই ওপেনারের কারণেই মাঠে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন শুনিয়েছেন আগের ম্যাচের হতাশ ঝেড়ে নতুন উদ্যোমে মাঠে নামার কথা।

সুজনের বক্তব্য, ‘ম্যাচ হারলে কখনোই ভালো লাগে না। তারপরও আমাদের সুযোগ আছে। যদি আমরা কালকের (রবিবার) ম্যাচে ভালো করতে পারি, তাহলে ঘুরে দাঁড়াতে পারব। আমি মনে করি আমাদের সামর্থ্য আছে। আমার বিশ্বাস আমরা ঘুরে দাঁড়াব।’

হার দিয়ে শুরু করে কাজটা কঠিন হলেও অসম্ভব মনে করছেন না তিনি, ‘প্রথম ম্যাচ হারের পর কাজটা কঠিন। কিন্তু যদি আমরা (দ্বিতীয় ম্যাচ) জিতি, তাহলে বিষয়টি অন্যরকম হবে। পরের ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ, তবে তাদের হারানো যাবে না, তাও না।’

বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং— প্রথম ম্যাচে কোনও বিভাগেই ভালো করতে পারেনি বাংলাদেশ। তাহলে কি একাদশে কোনও পরিবর্তন আসছে? সুজন বললেন, ‘আমার মনে হয় না (কোনও পরিবর্তন দরকার)। প্রথম ম্যাচে আমরা সম্ভাব্য সেরা দলটাই নামিয়েছিলাম, সেই বিশ্বাসটা রাখতে হবে। পরিবর্তনের কথা আমরা চিন্তাই করিনি। আমি বিশ্বাস করি পরিবর্তন সবসময় ইতিবাচক ফল নিয়ে আসে না।’

প্রথম ম্যাচে হতাশার সঙ্গে ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন সাবেক এই ক্রিকেটার, ‘একটা সময় মনে হয়েছিল ওরা (শ্রীলঙ্কা) ৩৭০-৮০ করবে, কিন্তু তা হয়নি। একটা জায়গায় অন্তত ভালো ছিলাম। শেষ ১০ ওভারে আমরা ৭০ রানের কম দিয়েছি, যা ইতিবাচক দিক। এ ছাড়া শুরুর দিকে আমরা অনেক বেশি উইকেট হারিয়ে ফেলেছি। যদি দ্রুত উইকেট না দিতাম, তাহলে হয়তো অন্য কিছু হতে পারতো।’

ফিল্ডিং মিস নিয়ে সুজনের বক্তব্য, ‘ফিল্ডিংয়ের টেকনিক্যাল বিষয় তো আর পরিবর্তন করা যাবে না। এটা নির্ভর করে ম্যাচে খেলোয়াড়দের মানসিকতা ও সম্পৃক্ততার ওপর। আমরা কিছু মিস ফিল্ডিং করেছি। আমি বিশ্বাস করি যেমন ফিল্ডিং আমরা করেছি, তার চেয়ে ভালো করার ক্ষমতা আছে।’ 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী