X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সিরিজ হেরে হতাশ তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৯, ২৩:০০আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২৩:১২

তামিম ইকবাল (ফাইল ছবি) রবিবার কলম্বোর আর প্রেমাদাসায় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেছে ৭ উইকেটে। তাতে সিরিজও হারতে হলো সফরকারীদের। ব্যাটসম্যান-বোলারদের পারফরম্যান্সে হতাশ অধিনায়ক তামিম ইকবাল।

২০০৭ সালের পর প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হেরে গেলো বাংলাদেশ। ২০১৩ ও ২০১৭ সালে আগের দুই সফরে তিন ম্যাচের সিরিজ তারা শেষ করেছিল ১-১ এ সমতায় রেখে। কিন্তু এবার এক ম্যাচ আগেই তাদের বিপক্ষে সিরিজ জিতলো লঙ্কানরা।

অধিনায়ক হিসেবে তামিমের শুরুটা ভালো হলো না। নেতৃত্বে তো বটেই, ব্যাট হাতেও ব্যর্থ তিনি। প্রথম ম্যাচে ৯১ রানে হেরেছিল বাংলাদেশ, রানের খাতা না খুলে বিদায় নেন এই ওপেনার। ভালো শুরুর আভাস দিয়েও দ্বিতীয় ম্যাচে মাত্র ১৯ রান করে আউট হন তামিম।

টস জিতে বড় স্কোর দিতে না পারার আফসোস তামিমের কণ্ঠে। শুরুতেই পরপর কয়েকটি উইকেট হারানোর মাশুল গুনতে হয়েছে সফরকারীদের। ম্যাচ শেষে তামিম বলেছেন, ‘আমরা গুরুত্বপূর্ণ টস জিতেছিলাম, জানতাম উইকেটে স্পিন ধরতে যাচ্ছে। আমাদের শুরুটা ভালো করতে হতো।’

মাত্র ১১৭ রান করতে গিয়ে ৬ উইকেট হারায় বাংলাদেশ। মুশফিকুর রহিমের অপরাজিত ৯৮ রানের কল্যাণে শেষ পর্যন্ত ২৩৮ রান করে তারা ৮ উইকেটে। কিন্তু তিনশ’র উপরে রান করলেও খুব একটা লাভ হতো না মনে করেন তামিম, ‘আমরা যেভাবে বল করেছি, তাতে  ব্যাটিংয়ে ৩০০ রান করলেও জয়ের জন্য যথেষ্ট হতো না। আমরা খুব বেশি পরিশ্রম করতে প্রস্তুত ছিলাম না, গা ছেড়ে দিয়েছিলাম আমরা।’

৪৪ মাস পর দেশের মাটিতে সিরিজ জয়ের আনন্দ ছিল দিমুথ করুণারত্নের কণ্ঠে। শ্রীলঙ্কা অধিনায়ক বলেছেন, ‘আমরা খুব ভালো করেছি। শুনলাম যে আমরা দেশের মাটিতে ৪৪ মাস পর জিতলাম। বোলাররা দারুণ করেছে, বিশেষ করে স্পিনাররা- আকিলা ও ধনঞ্জয়া। অনেক দিন পর ফিরেছে আকিলা, কিন্তু চমৎকার করেছে সে। অভিষ্কা শুরুটা ভালো করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেঞ্চুরিটা হলো না।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়