X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আবারও ইংল্যান্ডের বিপক্ষে জিতলো যুব দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৯, ০০:৪৩আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০০:৪৩

অনূর্ধ্ব-১৯ দল (ফাইল ছবি) ওরস্টারে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করছিল বাংলাদেশ। এরপর ভারতের কাছে দুই ম্যাচে একটি হার ও একটিতে পয়েন্ট ভাগাভাগি করে আকবর আলীর দল। রবিবার যুব দল আবারও ইংল্যান্ডের বিপক্ষে জিতলো, এবার ৭ উইকেটে।

ইংল্যান্ড আগে ব্যাট করে ৯ উইকেটে করে ২৪২ রান। জবাবে তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয়ের হাফসেঞ্চুরিতে ৪৮.৩ ওভারে ৩ উইকেটে ২৪৫ রান করেছে বাংলাদেশ। এই জয়ে ৪ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। সমান খেলে একই পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে সবার উপরে ভারত।

শেলটেনহ্যামের কলেজ গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। তৃতীয় ওভারে ওপেনার টম ক্লার্ককে (৬) ফিরিয়ে ৮ রানের জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। এরপর জ্যাক হেনেসের সঙ্গে ওপেনার বেন চার্লসওর্থের ৫৮ রানের জুটিতে প্রতিরোধ।

হেনেস ৩৫ রানে রাকিবুল হাসানের শিকার হলে লুইস গোল্ডসওর্থির সঙ্গে চার্লসওর্থের ৮৫ রানের জুটিতে বড় ইনিংসের আভাস দেয় স্বাগতিকরা। কিন্তু মৃত্যুঞ্জয় চৌধুরীর বাঁহাতি পেসে আর দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। গোল্ডসওর্থিকে ৩৬ রানে ফেরান বাংলাদেশি পেসার। চার্লসওর্থ ইনিংস সেরা ৬৮ রান করেন মৃত্যুঞ্জয়ের হাতে ফিরতি ক্যাচ দেন।

এরপর অধিনায়ক জর্জ হিলের ৩০ ও ফিনলে বিনের ৩৬ রান লড়াই করার মতো স্কোর এনে দেয় ইংল্যান্ডকে।

 বাংলাদেশের পক্ষে মৃত্যুঞ্জয় ৪ উইকেট নেন ৫২ রান দিয়ে। তানজিম পান দুটি উইকেট।

লক্ষ্যে নেমে বাংলাদেশ ৮০ রানের মধ্যে দুই ওপেনার তানজিদ হাসান (২০) ও পারভেজ হোসেন ইমনকে (৩২) হারায়। এরপর মাহমুদুলের সঙ্গে তৌহিদের ১৩৬ রানের দারুণ জুটিতে জয়ের ভিত গড়ে তারা। দলীয় ২১৬ রানে মাহমুদুল বিদায় নেন। ইনিংস সেরা ৮১ রান আসে তার ব্যাটে। তৌহিদ ৭৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ১০ রানে খেলছিলেন শাহাদাত হোসেন।

বাংলাদেশ যুব দল মঙ্গলবার তাদের পঞ্চম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ