X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের ‘নগর চাবি’ পেলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ জুলাই ২০১৯, ২৩:০০আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২৩:০০

জমকালো আয়োজনে সাকিবকে নগর চাবি তুলে দেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন (ছবি: ফোকাস বাংলা) বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা সাকিব আল হাসানকে সংবর্ধনা দেওয়া হলো চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। স্বীকৃতি স্বরূপ চট্টগ্রামবাসীর পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয় ‘নগর চাবি’।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিশ্বসেরা অলরাউন্ডারকে সংবর্ধনা দেওয়া হয়। বিকাল ৫টায় তার হাতে নগর চাবি তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘সাকিব আল হাসান বিশ্বকাপ ক্রিকেটে ভালো করে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। তার মতো একজন ক্রিকেটারকে সংবর্ধিত করতে পেরে আমরা আনন্দবোধ করছি।’

এই সম্মানে সাকিব উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘চট্টগ্রামবাসী আমাকে যে সম্মাননা দিল, আমার মনে হয় এটা অন্য জেলা এবং বিভাগগুলোকেও এভাবে ক্রিকেটারদের সম্মান দিতে উদ্বুদ্ধ করবে। এখানে যারা বসে আছে, তারাও ভালো করতে অনুপ্রাণিত হবে। তারা উৎসাহিত হবে এবং ভবিষ্যতে এখান থেকে কেউ এভাবে চাবি পাবে।’

নগর চাবি পাওয়ার পর উপস্থিত ভক্তদের সঙ্গে ছিল সাকিবের প্রশ্নোত্তর পর্ব। চট্টগ্রামের মেয়ে ক্রিকেট টিমের খেলোয়াড় সাইমুন আক্তার দোলা মেয়েদের চেয়ে ছেলেদের ক্রিকেটকে গুরুত্ব দেওয়া নিয়ে আক্ষেপের কথা জানান। তারই করা এক প্রশ্নের উত্তরে সাকিব  বলেন, ‘এটা অস্বীকার করা যাবে না, বাংলাদেশে ছেলে ক্রিকেটারদের বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে সত্যি কথা বলতে গেলে আমাদের মেয়েদের ফলাফল অনেক ভালো। তারা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আমরা ছেলেরা চার-পাঁচবার এশিয়া কাপ ফাইনাল খেলেও  চ্যাম্পিয়ন হতে পারিনি। কিন্তু আমাদের মেয়েরা সেটি করে দেখিয়েছে। তাদেরকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। কারণ অনেক প্রতিকূলতা সত্বেও তারা যেভাবে ক্রিকেটকে ধরে রেখেছে তাদেরকে সেই কৃতিত্ব দিতে হয়। ’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!