X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আবার মুডির সঙ্গে কাজ করতে মুখিয়ে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৯, ১৭:৩১আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৭:৫২

সাকিব আল হাসান- ছবি: সাজ্জাদ হোসেন। টানা তিন মৌসুম ঢাকা ডায়নামাইটসে কাটিয়ে দলবদল করলেন সাকিব আল হাসান। বিপিএলের আগামী মৌসুমে তিনি খেলবেন রংপুর রাইডার্সের জার্সিতে। বুধবার ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের হেড কোয়ার্টারে চুক্তি স্বাক্ষর করেছেন আনুষ্ঠানিকভাবে।

রংপুর রাইডার্সের কোচ হিসেবে কয়েক মৌসুম ধরে কাজ করছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার টম মুডি। তিনি আবার সাকিবের আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদেরও কোচ। তাই মুডির অধীনে পুনরায় কাজ করতে মুখিয়ে সাকিব।

নতুন দলে এই জুটির রসায়ন আরও জমে উঠবে বলে আশা করছেন ক্রিকেট বোদ্ধারা। রংপুরে যোগ দিয়ে সাকিবও ভাবছেন এমনটাই, ‘টম মুডির সঙ্গে আমি হায়দরাবাদেও একসঙ্গে কাজ করেছি। বেশিরভাগ দায়িত্ব সেই পালন করবে। আমার দায়িত্ব থাকবে বাকিদের থেকে কীভাবে সেরাটা বের করে আনা যায় সেই চেষ্টা করা।’

তিনি আরও যোগ করেন, ‘অধিনায়ক হিসেবে এই দায়িত্ব আগেও পালন করেছি। সবার সঙ্গে পরিচয়ও আছে, তাই খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না।’

বিপিএলের সপ্তম আসর শুরু হবে ৬ ডিসেম্বর। গত বছর বিপিএল নিয়ে উন্মাদনা খানিকটা বেশি ছিল। সেই উন্মাদনা এবার আরও বাড়বে বলে মনে করেন সাকিব, ‘আমি তো চাই উন্মাদনা বাড়ুক। কারণ এটা আমাদের দেশের ক্রিকেটে ভূমিকা রাখবে। এখন সবাই বিপিএলের জন্য আগ্রহ প্রকাশ করে, যেটা কয়েক বছর আগেও ছিল না। বিসিবির প্রতি কৃতজ্ঞ যে তারা বড় বড় প্লেয়ারদের বিপিএলে নিয়ে আসতে পেরেছে।’

গত ৫ জানুয়ারি শুরু হয়েছিল বিপিএলের সবশেষ আসর, শেষ হয় ৮ ফেব্রুয়ারি। প্রায় ১০ মাস পর শুরু হচ্ছে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আরেকটি আসর। এবারের আয়োজনটি হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। ৩ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। তিন দিন পর শুরু হবে মাঠের লড়াই। নভেম্বরের শুরুতে ভারতে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলার পরপরই বিপিএল উপভোগ করবেন ক্রিকেটপ্রেমীরা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চোরাবালিতে ডুবে যাওয়া কিশোরকে জীবিত উদ্ধার
চোরাবালিতে ডুবে যাওয়া কিশোরকে জীবিত উদ্ধার
রাসায়নিক দিয়ে পাকানো ৪০০ কেজি আম জব্দ
রাসায়নিক দিয়ে পাকানো ৪০০ কেজি আম জব্দ
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই