X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রতিবন্ধী ক্রিকেট: ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৯, ২০:০৯আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২০:০৯

বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল আগামী ৫ আগস্ট থেকে পাঁচ দলের অংশগ্রহণে ইংল্যান্ডে শুরু হচ্ছে ফিজিক্যাল ডিজেবিলিটি ওয়ার্ল্ড সিরিজ  টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় অংশ নিতে আগামীকাল (শুক্রবার) ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

৫ থেকে ১৫ আগস্টের এই প্রতিযোগিতায় বাংলাদেশের সঙ্গে রয়েছে আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড। টুর্নামেন্টে অংশ নেওয়া ছাড়াও ক্রিকেটাররা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা ও দক্ষতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করবে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) রয়েছে পৃষ্ঠপোষক হিসেবে, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরু থেকেই এই উদ্যোগের সঙ্গে জড়িত।

দ্রুপম পত্রনবিশের নেতৃত্বে এই দলটির কোচের দায়িত্বে রাশেদ ইকবাল। আর টিম ম্যানেজার হিসেবে আছেন মাসুদ হাসান। ইংল্যান্ড সফরের আগে গত কয়েক মাস ধরে বিকেএসপিতে অনুশীলন করছে তারা।

আইসিআরসি বাংলাদেশের হেড অফ ডেলেগেশন জেরার্ড পেত্রিনিয়েঁ বলেছেন, ‘আইসিআরসি তার দীর্ঘদিনের সহযোগীদের সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের খেলায় অংশগ্রহণের লক্ষ্যে যৌথভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ, যেমন ২০১৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিত পাঁচ জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজনসহ খেলোয়ারদের ইংল্যান্ড ও দুবাইতে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে। এ উদ্যোগের ফলে প্রতিবন্ধী ব্যক্তিরাও সক্ষম ব্যক্তিদের মতো সক্রিয় হয়ে খেলায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।’

২০১৩ সাল থেকেই আইসিআরসি খেলাধুলায় শারীরিক প্রতিবন্ধীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ও প্রতিবন্ধীতাকে ছাপিয়ে এই মানুষগুলোর সক্ষমতাকে তুলে ধরতে কাজ করে আসছে।

বাংলাদেশ দল:

দ্রুপম পত্রনবিশ (অধিনায়ক), রাসেল সরকার, মনির হসেন, মোহাম্মদ কাজল হোসেন, মনিরুজ্জামান, আলম খান, জাভেদ ভূঁইয়া, আকবর হোসেন, ইমরান মাহফুজুর রহমান, এস এম শাহরিয়া শামীম (উইকেটরক্ষক), শরিফুল ইসলাম, অপূর্ব কুমাপ পাল, তানভিরুল ইসলাম, জাহিদ হাসান, মাহবুবুল আলম।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
আজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনআজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া