X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চোটে ছিটকে গেলেন রাসেল

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০১৯, ১২:৫৭আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৩:১৮

আন্দ্রে রাসেল ভারতের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি খেলতে পারবেন না আন্দ্রে রাসেল। চোটে তিন ম্যাচের কুড়ি ওভারের সিরিজের যুক্তরাষ্ট্র পর্বে থাকছেন না এই অলরাউন্ডার। তার জায়গায় ওয়েস্ট ইন্ডিজ অন্তর্ভুক্ত করেছে জেসন মোহাম্মদকে।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার সময় অস্বস্তিতে ভুগেছেন রাসেল। প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াডে রাখা হলেও তার খেলা নির্ভর করছিল ফিটনেসের ওপর। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, ভারতের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না রাসেল।

ক্যারিবিয়ানদের অন্তর্বর্তী কোচ ফ্লয়েড রেইফার বলেছেন, ‘আন্দ্রে রাসেলের জায়গা পূরণ করা সম্ভব না। যে কিনা গোটা বিশ্বের সব জায়গায় টি-টোয়েন্টি খেলছে এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইবার জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে আমরা জেসনের (মোহাম্মদ) ওপর আস্থা রাখছি।’

গত কয়েক বছর চোট খুব ভোগাচ্ছে রাসেলকে। ইংল্যান্ড ও ওয়েলসের ৫০ ওভারের বিশ্বকাপেও বাধা হয়ে দাঁড়িয়েছিল চোট। বিশ্বকাপের শুরুতে ক্যারিবিয়ান অলরাউন্ডার মাঠে নামলেও পরে হাঁটুর সমস্যায় ছিটকে যান। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা থাকলেও অপেক্ষা বাড়লো তার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট খেলতে যুক্তরাষ্ট্রের পর ক্যারিবিয়ান অঞ্চলে লম্বা সফরে থাকবে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর বিরাট কোহলিরা তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে। আজ (শনিবার) ফ্লোরিডার টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে তাদের মিশন।

প্রথম দুই টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ দল:

কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যান্থনি ব্রাম্বল, জন ‍ক্যাম্পবেল, শেলডন কট্রেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, সুনিল নারিন, কেমো পল, ক্যারি পিয়েরি, কিয়েরন পোলার্ড, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, জেসন মোহাম্মদ, ওশানে থমাস।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক