X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারতকে অনুসরণের পরামর্শ সাকিবের

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০১৯, ২০:৪৮আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২০:৪৮

সাকিব আল হাসান ক্রিকেটে এখন সারা বছর কাটে ব্যস্ততায়। খেলোয়াড়রা থাকেন ক্লান্ত, তার প্রভাব পড়ে ফিটনেসের ওপর। এমনকি ইনজুরিতেও পড়েন কেউ কেউ। এই সমস্যা কাটিয়ে উঠতে ভারতকে অনুসরণ করা যেতে পারে মনে করেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেন সাকিব। চোট নিয়ে ইংল্যান্ডে যান অধিনায়ক মাশরাফি মুর্তজা, মাহমুদউল্লাহ ও মোহাম্মদ সাইফউদ্দিন। ফিটনেসের ঘাটতি ছিল তাদের। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে টানা ম্যাচ খেলার ধকল ছিল বেশ কয়েকজন খেলোয়াড়ের ওপর। এই ক্লান্তি কাটাতে সাকিবের পরামর্শ, ‘বর্তমান সময়ে অনেক বেশি ম্যাচ হয়। তাই সবকিছু একসঙ্গে সামাল দেওয়া কঠিন। একজন খেলোয়াড় ম্যাচের পর ম্যাচ খেলতে পারে না, তাই বিশ্রাম গুরুত্বপূর্ণ। আর এই বিরতি নতুনদের জন্য সুযোগ তৈরি করে। এতে পাইপলাইন হবে শক্তিশালী। তাই আমাদের নিবিড়ভাবে পরিকল্পনা করতে হবে এসব নিয়ে।’

এই পরিকল্পনা কীভাবে সফল করা যাবে? সাকিব ভারতের উদাহরণ তুলে ধরলেন। বেশ কয়েকজন খেলোয়াড়কে শুধু নির্দিষ্ট ফরম্যাটের জন্যই রেখে দেয় ভারত এবং তার ফলও পেতে শুরু করেছে তারা। টেস্টের শীর্ষ দল ভারতের হয়ে কেবল পাঁচ দিনের ক্রিকেটেই দেখা যায় চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানেকে। ফাস্ট বোলারদের মধ্যে মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব ও ইশান্ত শর্মা তিন ফরম্যাটে ভাগ হয়ে খেলেন। বিশেষ করে উমেশ ও ইশান্তকে বেশির ভাগ সময় দেখা যায় লাল বলের ক্রিকেটে। আর স্পিনারদের মধ্যে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল সীমিত ওভারের ক্রিকেটে এবং রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে দেখা যায় টেস্টে।

খেলোয়াড়দের ক্লান্তি কমাতে ভারতের প্রক্রিয়া সামনে আনলেন সাকিব, ‘ভারত হতে পারে দারুণ উদাহরণ। গত বছর তাদের খুব কম খেলোয়াড় ইনজুরিতে পড়েছে। এর মূল কারণ তাদের রোটেশন পলিসি। এর ফলে তারা অনেক প্রস্তুত খেলোয়াড়কে পাচ্ছে এবং তারাও সেরাটা দিতে পারছে।’

বিশ্বের সেরা অলরাউন্ডার আরও বললেন, ‘একই সময়ে, যখন নতুন একজন খেলোয়াড় আসছে তারা প্রাণবন্ত থেকে শুরু করছে এবং পারফরম্যান্স দেখাচ্ছে। ভিন্ন ফরম্যাটে প্রত্যেকে পর্যাপ্ত বিশ্রাম পায়, বিরাট কোহলিও। এক সিরিজে খুব কম খেলোয়াড়ই তিন ফরম্যাটের সবগুলো খেলে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা