X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ইংল্যান্ড যুব দলের রোমাঞ্চকর টাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৯, ০০:৩৮আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০০:৩৯

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শেষ বলে জিততে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দরকার ছিল ৩ রান। কিন্তু সেঞ্চুরি করা তৌহিদ হৃদয় নিতে পারলেন ২ রান। কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড যুব দলের বিপক্ষে সফরকারীদের ম্যাচটি শেষ হলো রোমাঞ্চকর ‘টাই’ দিয়ে। ত্রিদেশীয় সিরিজের ম্যাচটিতে তাই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড যুব দল ৭ উইকেটে করেছিল ২৫৬ রান। জবাবে হৃদয়ের হার না মানা ১০৪ রানের পরও টাইয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশের যুবরা। এরপরও ত্রিদেশীয় সিরিজে ৭ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। ইতিমধ্যে ফাইনালও নিশ্চিত করেছে তারা। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। আর ৭ ম্যাচে ৩ পয়েন্ট স্বাগতিক ইংল্যান্ডের।

টস হেরে ব্যাটিংয়ে নামা ইংলিশদের শুরুটা ভালো না হলেও জর্ডান কক্সের সেঞ্চুরিতে লড়াই করার মতো পুঁজি পায় তারা। কক্স ১৪৩ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ১২২ রান। মিডল অর্ডারের ব্যর্থতার পর শেষ দিকে অধিনায়ক জর্জ ব্যালডার্সনের ৫৬ রানের ইনিংসে ২৫৬ রান করে স্বাগতিকরা।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রাকিবুল হাসান। ১০ ওভারে ৩৩ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। ২টি উইকেট পেয়েছেন তানজীম হাসান সাকিব।

২৫৭ রানের লক্ষ্যে বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। ৬১ রান তুলতে তারা হারায় ৩ উইকেট। এরপরই শুরু হৃদয় ও শাহাদত হোসেনের প্রতিরোধ। শাহাদত ১০৩ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭৬ রানে আউট হলেও সেঞ্চুরির পূরণ করেন হৃদয়।

১৩১ বলে হৃদয় অপরাজিত থাকেন ১০৪ রানে। ৯ বাউন্ডারিতে সাজানো চমৎকার ইনিংসটি দিয়েও অবশ্য দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। শেষ বলে জেতার জন্য ৩ রান প্রয়োজন পড়লে বাংলাদেশ নিতে পারে ২ রান। তাতে নির্ধারিত ৫০ ওভার শেষে ইংল্যান্ডের মতো বাংলাদেশের ইনিংসও শেষ হয় ২৫৬ রানে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা