X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের অধ্যায় শেষে ভারতের কোচ হওয়ার আবেদন যোশির

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০১৯, ২০:৫৪আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:০১

সুনীল যোশি ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি ছিল স্পিন বোলিং কোচ সুনীল যোশির। ইংল্যান্ড ‍ও ওয়েলসের আসরে ব্যর্থতার পর ভারতীয় এই কোচের সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি। বাংলাদেশের অধ্যায় শেষে যোশি এবার ভারতের স্পিন বোলিং কোচ হওয়ার আবেদন করেছেন।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে গিয়েছিল ভারত। দারুণ শুরু পেলেও সেমিফাইনালে থামতে হয় বিরাট কোহলিদের। প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পাওয়ায় বিশ্বকাপের পর কোচিং স্টাফ নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। নতুন এই মিশনে কোহলিদের সঙ্গী হতে কোচের আবেদন করেছেন ‍যোশি।

বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে আড়াই বছর দায়িত্ব পালন করেছেন এই ভারতীয়। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতায় অন্য সবার মতো তার সঙ্গেও চুক্তি বাড়ায়নি বিসিবি। এবার দেশেই কাজ করার ইচ্ছা থেকে বিসিসিআইয়ের কাছে আবেদনপত্র জমা দিয়েছেন তিনি।

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হারের পর থেকে ভারতীয় দলে স্পিন বোলিং কোচ নেই। ওই সময়ও অবশ্য এই বিভাগের দায়িত্ব পালন করেছেন প্রধান কোচ অনিল কুম্বলে। জায়গাটা এবার পূরণ করতে চান যোশি, ‘হ্যাঁ, আমি আবেদন করেছি (স্পিন বোলিং কোচের পদে)। বাংলাদেশে আড়াই বছর দায়িত্ব পালনের পর এখন ‍আমি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ভারতের বিশেষজ্ঞ স্পিন কোচ দরকার, আশা করছি তারা (বিসিসিআই) আমার অভিজ্ঞতার মূল্যায়ন ‍করবে।’

ভারতীয় দলে স্পিন বোলিং কোচের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি এভাবে, ‘দেখবেন বেশিরভাগ আন্তর্জাতিক দলেই কোচিং স্টাফে বিশেষজ্ঞ কোচ থাকে, সেটা যেমন পেস বোলিংয়ে, তেমনি স্পিনেও। ভারতীয় দলেরও সেটা দরকার। আমি হই বা অন্য কেউ, এটা সবসময়ই দরকার।’ টাইমস অব ইন্ডিয়া

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!