X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাক্ষাৎকার দিতে বেক্সিমকোতে রাসেল ডোমিঙ্গো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ১৫:৫০আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৮:১৫

রাসেল ডোমিঙ্গো। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে সাকিব-তামিমদের প্রধান কোচ নিয়োগের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো এসেছেন ঢাকায়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বেক্সিমকো কার্যালয়ে বিকালে সাক্ষাৎকার দেবেন সাবেক এই প্রোটিয়া কোচ।

কোচের সাক্ষাৎকার পর্বে অংশ নিতে বিসিবির কয়েকজন পরিচালক ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী মিরপুরের বিসিবি কার্যালয় থেকে দুপুরে যান সেখানে। বিকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত কার্যালয় বেক্সিমকোতে তার সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে বিসিবির আগ্রহ থাকলেও তিনি বাংলাদেশের কোচ হবেন কিনা আজই তা জানা যাচ্ছে না! তবে বিসিবি সূত্রে জানা গেছে, খণ্ডকালীন কোনও শর্ত না দিলে তাকে জাতীয় দলের কোচ হিসেবে রেখে দেওয়া হতে পারে।

দক্ষিণ আফ্রিকা দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে রাসেল ডোমিঙ্গোর। ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত তিনি এই পদে ছিলেন। আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। আলোচনার মাধ্যমে দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারলেই বাংলাদেশের কোচ হিসেবে ডোমিঙ্গোর নিয়োগ পাওয়ার সম্ভাবনা বাড়বে।

বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর রদ বদল হয়েছে কোচিং স্টাফদের। প্রধান কোচ স্টিভ রোডস সহ কয়েকজনকে ছাঁটাই করা হয়েছে। ইতোমধ্যে প্রধান কোচ নিয়োগ না পেলেও পেস বোলিং কোচ হিসেবে শার্ল ল্যাঙ্গেভেল্ট এবং স্পিন বোলিং কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টোরিকে নিয়োগ দিয়েছে বিসিবি। ধীরে ধীরে দলের কোচিং স্টাফদের খালি পদগুলোও পূরণ করার চেষ্টা করছে বোর্ড।

/আরআই/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!