X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

২০২২ বিশ্বকাপ খেলতে চান আলভেস

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০১৯, ১৯:৫৩আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৯:৫৩

সাও পাওলোর জার্সিতে দানি আলভেস প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে সাও পাওলোতে যোগ দিয়েছেন দানি আলভেস। মঙ্গলবার ব্রাজিলিয়ান ক্লাব আনুষ্ঠানিকভাবে সমর্থক ও ফুটবল বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছে এই রাইটব্যাককে। দেশের ক্লাবে নতুন মিশন শুরুর আগে ভবিষ্যৎ লক্ষ্য হিসেবে ২০২২ বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা শুনিয়েছেন তিনি।

ইউরোপিয়ান ফুটবলে সাফল্যে বৃষ্টিতে ভিজে আবার ব্রাজিলে ফিরেছেন আলভেস। ২০০২ সালে বাহিয়ার হয়ে সবশেষ খেলেছিলেন তিনি ব্রাজিলিয়ান লিগে, লম্বা সময় পর ক্যারিয়ারের শেষ লগ্নে এসে আবার ফিরেছেন জন্মভূমিতে। ২০২২ সাল পর্যন্ত সাও পাওলোর সঙ্গে চুক্তি করেছেন সাবেক বার্সেলোনা ফুলব্যাক।

সাও পাওলোতে ইতিহাস গড়তে চান তিনি। একই সঙ্গে জাতীয় দল ব্রাজিলের হয়ে কাতার বিশ্বকাপে খেলার স্বপ্নও দেখছেন আলভেস। নতুন ক্লাবে পরিচয় পর্ব শেষে সংবাদ সম্মেলনে এই তারকা বলেছেন, ‘সাও পাওলোতে সাফল্য পেতে এসেছি। ক্যারিয়ার শেষ করার জন্য এখানে আসিনি। আমার সামনে ‍আরও অনেক লক্ষ্য আছে, যার একটি হলো সাও পাওলোতে ইতিহাস লেখার।’

এরপরই জানিয়েছেন আরেকটি বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা, ‘আমার স্বপ্ন ‍আরও বড়। নিজেকেই এই কঠিন পথটা পেরোতে হবে। ‍আমার লক্ষ্য থাকবে ২০২২ বিশ্বকাপে খেলার। আর এই স্বপ্ন পূরণ হতে ক্লাব (সাও পাওলো) আমাকে সব ধরনের সাহায্য করবে। আমার এমন একটি প্রজেক্ট দরকার ছিল, যেটা আমার লক্ষ্য পূরণ করার পথে এগিয়ে নেবে।’

৩৬ বছর বয়সী আলভেসের ২০২২ বিশ্বকাপের সময় বয়স হবে ৩৯ বছর। এরপরও কাতার বিশ্বকাপে খেলার আশা দেখছেন তিনি। অতীত সাফল্যই অনুপ্রাণিত করছে তাকে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন এই রাইটব্যাক। ব্রাজিলে ফিরেছেন তিনি ইউরোপ থেকে ১৭ শিরোপা জিতে। যার মধ্যে বার্সেলোনার জার্সিতে ৬ লা লিগার সঙ্গে আছে তিনটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা, আর জুভেন্টাস ও পিএসজির হয়ে জিতেছেন লিগ শিরোপা। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি