X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘ঈশ্বর মঙ্গল করুন ভারতীয় ক্রিকেটের’

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০১৯, ২১:৫৪আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:৫৬

রাহুল দ্রাবিড়ের পাশে সৌরভ গাঙ্গুলি স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছে রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ন্যায়পাল ও এথিক্স অফিসার জিকে জেইন সাবেক এই ক্রিকেটারকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। বিষয়টি কোনও ভাবেই মানতে পারছেন না সৌরভ গাঙ্গুলি। সাবেক সতীর্থকে নোটিশ দেওয়ায় টুইটারে ক্ষোভ ঝেড়েছেন তিনি।

দ্রাবিড় এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) পরিচালক, একই সঙ্গে তিনি সামলাচ্ছেন ইন্ডিয়া সিমেন্টস গ্রুপের ভাইস-প্রেসিডেন্টের দায়িত্বও। দুই পদে থাকার কারণেই বিসিসিআই থেকে নোটিশ পাঠানো হয়েছে তাকে। ইন্ডিয়া সিমেন্টস গ্রুপ আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের অন্যতম মালিক। বিসিসিআইয়ের দায়িত্বে থাকার পরও আইপিএলের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকায় তার বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ আনেন মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জয় গুপ্তা। সেই অভিযোগের ভিত্তিতেই দ্রাবিড়কে নোটিশ পাঠিয়েছেন জেইন।

বিষয়টি মোটেও মানতে পারছেন না গাঙ্গুলি। গত আইপিএলের সময় তিনিও স্বার্থ সংঘাতের নোটিশ পেয়েছিলেন বিসিসিআই থেকে। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি দেখে সাবেক এই অধিনায়ক রীতিমত বিস্মিত। একই সঙ্গে ক্ষোভও উগরে দিয়েছেন ‍টুইটারে, ‘ভারতীয় ক্রিকেটে নতুন ফ্যাশন… স্বার্থ সংঘাত। খবরে থাকার নতুন উপায়। ঈশ্বর মঙ্গল করুন ভারতীয় ক্রিকেটের। বিসিসিআইয়ের এথিক্স অফিসারের কাছ থেকে স্বার্থ সংঘাতের চিঠি পেয়েছে দ্রাবিড়।’

শুধু গাঙ্গুলি নন, হরভজন সিংও নোটিশ পাঠানোর খবরে বিস্মিত। এই স্পিনারের টুইট, ‘সত্যি? জানি না কোন দিকে এগোচ্ছে… ভারতীয় ক্রিকেটে তার (দ্রাবিড়) মতো ভালো মানুষ আর পাবেন না। এই ধরনের কিংবদন্তিকে নোটিশ পাঠানো মানে হলো তাদের অপমান করা। ক্রিকেটে তাদের কাজে লাগানোটা ভীষণ দরকার। হ্যাঁ, ঈশ্বর ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুন।’

স্বার্থ সংঘাতের নোটিশের জবাব দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় পাচ্ছেন দ্রাবিড়। তার আগে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণকেও একই কারণে নোটিশ পাঠিয়েছিল বিসিসিআই। টাইমস অব ইন্ডিয়া

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়