X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফুটবল দলের অনুশীলন শুরু ২৬ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৯, ২০:১৫আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২০:১৬

অনুশীলনে শিষ্যদের সঙ্গে জেমি ডে (ফাইল ছবি) বিশ্বকাপ বাছাই পর্বের ‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, ওমান, আফগানিস্তান এবং কাতার। ১০ সেপ্টেম্বর লাল-সবুজ দলের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের অনুশীলন শুরু হবে ২৬ আগস্ট থেকে।

১৯ আগস্ট ছুটি শেষে ঢাকায় ফেরার কথা জাতীয় দলের কোচ জেমি ডে’র। এই ইংলিশ কোচ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আফগানিস্তান ম্যাচের আগে দুই সপ্তাহ অনুশীলন করতে পারলে ভালো হয়। আশা করি, ছেলেদের ফিটনেসে ঘাটতি থাকবে না।’ সদ্য প্রিমিয়ার লিগ শেষ হওয়ায় ফুটবলারদের ফিটনেস নিয়ে স্বস্তিতে থাকতেই পারেন কোচ।

অনুশীলনের শুরুতে অবশ্য ঢাকা আবাহনীর খেলোয়াড়দের পাচ্ছেন না জেমি ডে। এএফসি কাপ নক আউট পর্বের ইন্টার জোন সেমিফাইনালে উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভ ক্লাবের মুখোমুখি হবে আবাহনী। প্রথম লেগ হবে ২১ আগস্ট, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। পিয়ং ইয়ংয়ে ফিরতি লেগ ২৮ আগস্ট। এরপরই জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন আবাহনীর খেলোয়াড়রা।

আফগানিস্তান ম্যাচের জন্য ২৩ জনের দলও চূড়ান্ত করে ফেলেছেন জেমি ডে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি। শুধু জানিয়েছেন, ‘প্রিমিয়ার লিগে যারা ভালো খেলেছে তাদেরই জাতীয় দলে সুযোগ দেবো। লিগে যারা সাইড বেঞ্চে বসেছিল তারা আমার দলে থাকবে না। তবে এবারের দলে দুই-একজন নবাগত থাকতে পারে।’

বাংলাদেশ দলের ইংলিশ কোচ আরও জানিয়েছেন, ‘আফগানিস্তান ম্যাচের ভেন্যু এখনও ঠিক হয়নি। এই ম্যাচকে সামনে রেখে ঢাকায় অনুশীলন শুরু হবে। এরপর কাতারে গিয়ে কয়েকদিন ক্যাম্প এবং একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চাই আমরা।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা