X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ফেলিক্সের জোড়া গোলে জুভেন্টাসকে হারালো অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০১৯, ১৫:৫২আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৫:৫২

জোড়া গোল করেছেন জোয়াও ফেলিক্স জোয়াও ফেলিক্সকে অনেকে বলছেন ‘নতুন রোনালদো’। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদোর মুখোমুখি হয়েছিলেন তিনি। স্বদেশী ফরোয়ার্ডের বিপক্ষে প্রথম দেখায় আলো ছড়ালেন এই পর্তুগিজ স্ট্রাইকার। আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে তার জোড়া গোলে রোনালদোর জুভেন্টাসকে হারালো অ্যাতলেতিকো মাদ্রিদ।

ফেলিক্সের পেছনে রেকর্ড পরিমাণ খরচ করা যে ভুল হয়নি, সেটা এখন দৃঢ় কণ্ঠে ঘোষণা দিতে পারে অ্যাতলেতিকো। বেনফিকা থেকে ১২৭ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ ক্লাবে যোগ দিয়ে দুর্দান্ত পারফর্ম করছেন ১৯ বছর বয়সী স্ট্রাইকার। লা লিগা শুরুর আগে প্রাক মৌসুমের শেষ ম্যাচে তার জোড়া লক্ষ্যভেদে ২-১ গোলে জুভেন্টাসকে হারালো তারা। সব মিলিয়ে ৪ গোল করে নতুন মৌসুম শুরু করবেন ফেলিক্স।

স্কটল্যান্ডের স্টকহোমে বেশির ভাগ দর্শক-সমর্থকরা এসেছিলেন রোনালদোর খেলা দেখতে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী হতাশ করেছেন তাদের। বরং সবার নজর কেড়েছেন ‘নতুন রোনালদো’ ফেলিক্স। অ্যাতলেতিকো ও জুভেন্টাস গোলরক্ষক জ্যান ওবলাক ও উজচেখ শেজনি দারুণ দুটি সেভ করলেও ২৪ মিনিটে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। কিয়েরন ট্রিপিয়ারের উঁচু ক্রসে চমৎকার ভলিতে গোলমুখ খোলেন ফেলিক্স।

স্বদেশী রোনালদোকে সান্ত্বনা দিলেন ফেলিক্স লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অ্যাতলেতিকো। ৫ মিনিট পর তাদের অগোছালো রক্ষণের ভুলে সামি খেদিরার দুর্বল শটও ঢুকে যায় তাদের জালে। ইতালিয়ান চ্যাম্পিয়নরা সমতায় থাকতে পেরেছিল মাত্র ৪ মিনিট। মাঝমাঠের একটু সামনে থেকে থোমাস লেমারের লম্বা ক্রসে স্লাইড করে দ্বিতীয় গোল করেন ফেলিক্স।

আগামী রবিবার গেতাফের বিপক্ষে লা লিগা শুরু করবে অ্যাতলেতিকো। এর আগে ফেলিক্সের উচ্ছ্বল পারফরম্যান্স আশাবাদী করে তুলছে কোচ ডিয়েগো সিমিওনেকে, ‘জোয়াওয়ের অনেক দক্ষতা আছে, সে দ্রুত মানিয়ে নিচ্ছে। তার জানা আছে, কী করতে হবে তাকে। সবচেয়ে বড় ব্যাপার হলো তার শেখার ইচ্ছা আছে।’ জুভেন্টাসের লিগ মৌসুম শুরু হবে ২৪ আগস্ট। সিরি ‘এ’র নতুন মৌসুমে তাদের প্রথম প্রতিপক্ষ পার্মা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী