X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দেশবাসীকে সাকিব-মুশফিকদের ঈদ শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০১৯, ১৮:০০আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১৮:০০

সাকিব ও মুশফিকের পোস্ট যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার সারা দেশে পালিত হচ্ছে ঈদুল আযহা। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় উৎসবের শামিল হয়েছেন ক্রিকেটাররা। দেশবাসীকে তারা জানালেন ঈদ শুভেচ্ছা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তদের সঙ্গে নিজেদের আনন্দ ভাগাভাগি করেছেন সাকিব-মুশফিকরা।

রুবেল ও মিরাজের পোস্ট বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার দেশে নেই। হজ করতে গেছেন সৌদি আরবে। তার অফিসিয়াল ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। একই সঙ্গে পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশা করেছেন তিনি, ‘উৎসবের সঙ্গে সঙ্গে ঈদে থাকুক নিরাপত্তা ও সচেতনতা। কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোনও প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। একটি পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’

তাসকিন ও সাব্বিরের পোস্ট স্ত্রী-সন্তানকে নিয়ে তোলা ছবি দিয়ে ভক্তদের শুভেচ্ছা জানান মুশফিকুর রহিম। তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহতের সঙ্গে যুক্ত হওয়া। ঈদুল আজহা'র এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আমাদের সকল ইবাদাত, ত্যাগ, কোরবানি কবুল করে নেন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং পশু কোরবানির মাধ্যমে অর্জিত প্রিয় ও মুল্যবান ঈমানী জজবা আল্লাহর রাস্তায় ব্যয় করার শিক্ষায় আমাদের জীবন পরিচালিত করেন ইনশাল্লাহ। আমার পরিবারের পক্ষ থেকে দেশবাসী সবাইকে পবিত্র ঈদ- উল- আজহা এর শুভেচ্ছা।’

মাহমুদউল্লাহর পোস্ট পেসার তাসকিন আহমেদ তার ছেলের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি দিয়েছেন, ‘প্রত্যেককে ঈদ মোবারক।’ স্পিনার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘আল্লাহ তাআলার নামে পশু কোরবানির আগে অন্তরের কলুষিত মনোভাব এবং পশুত্বকে ঝেড়ে ফেলি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।’ ঈদ শুভেচ্ছা জানিয়ে রুবেল হোসেন লিখেছেন, ‘ত্যাগের মহিমায় আলোকিত হোক জীবন… সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।’ মায়ের সঙ্গে ছবি দিয়েছেন সাব্বির রহমান, ‘এই বিশেষ দিন যেন প্রত্যেকের জন্য শান্তি, সুখ এবং মঙ্গল বয়ে আনে, সেই কামনা করি। ঈদ মোবারক।’ মাহমুদউল্লাহ রিয়াদ ফেসবুকে ঈদ কার্ড ছাপিয়ে শুভেচ্ছা জানান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ