X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ভারতের কোচ হওয়ার দৌড়ে মুডি-হেসনরা

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০১৯, ১৬:২৩আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১৬:৩২

মাইক হেসন, রবি শাস্ত্রী ও টম মুডি কোচ হওয়ার দৌড়ে ৬ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। কপিল দেবের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির (সিএসি) সামনে শুক্রবার বর্তমান কোচ রবি শাস্ত্রী, টম মুডি, মাইক হেসন, ফিল সিমন্স, লালচাঁদ রাজপুত ও রবিন সিংয়ের সাক্ষাৎকার নেওয়া হতে পারে।

সাক্ষাৎকার দিতে হেসনের সঙ্গে মুম্বাইয়ে কমিটির সামনে হাজির হবেন ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের টিম ম্যানেজার ও ফিল্ডিং কোচ রাজপুত ও রবিন। ভিডিও কনফারেন্স করে সাক্ষাৎকার দেবেন মুডি ও সিমন্স।

বিসিসিআইর একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া লিখেছে, ‘প্রধান কোচের পদে এই ছয় জন উপস্থাপনা করবেন সিএসির সামনে। সিএসিকে সাক্ষাৎকার দিতে সংক্ষিপ্ত তালিকায় এই ছয় জন আছেন।’

অভিজ্ঞতায় বেশ এগিয়ে মুডি ও হেসন। শ্রীলঙ্কার কোচের দায়িত্বে ছিলেন মুডি, এছাড়া আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদেও ভূমিকা ছিল তার। আর হেসনের অধীনে গত বিশ্বকাপে প্রথমবার ফাইনাল খেলে নিউজিল্যান্ড। গত বছরের জুনে পদত্যাগ করে কিউইদের সঙ্গে ৬ বছরের সম্পর্কের ইতি টানেন তিনি। এরপর আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হন। গত আগস্টে সরে দাঁড়ান তিনি। বাংলাদেশ ও পাকিস্তানের কোচ হওয়ার দৌড়েও হেসনের নাম শোনা যাচ্ছে।

গত জুন পর্যন্ত আফগানিস্তানের প্রধান কোচ ছিলেন সিমন্স। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ন বানান তিনি। তিন বিদেশি কোচের পাশাপাশি রবিন ও রাজপুতের সঙ্গে স্থানীয় হিসেবে লড়বেন শাস্ত্রী। ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর তার চুক্তি শেষ হবে। কোচ হিসেবে তার থেকে যাওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)