X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কোহলির টানা সেঞ্চুরিতে ওয়ানডে সিরিজও ভারতের

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০১৯, ১১:২৪আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১১:২৪

৪৩তম সেঞ্চুরি উদযাপন করলেন কোহলি আমেরিকায় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ভারত। ওয়ানডে সিরিজ তারা জিতলো দাপট দেখিয়ে। বিরাট কোহলির টানা সেঞ্চুরিতে বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে বৃষ্টি আইনে উইন্ডিজকে ৬ উইকেটে হারালো ভারত।

প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। তাতে তিন ম্যাচের সিরিজ ২-০ তে জিতলো সফরকারীরা। পোর্ট অব স্পেনে শেষ ম্যাচেও ছিল বৃষ্টির বাধা। দুই দফা খেলা বন্ধ থাকলেও ম্যাচ পণ্ড হয়নি। দুই দলের ইনিংস কমে দাঁড়ায় ৩৫ ওভার করে। ক্রিস গেইল ঝড়ে উইন্ডিজ ৭ উইকেটে করে ২৪০ রান। বৃষ্টি আইনে ভারত পায় ২৫৫ রানের লক্ষ্য। কোহলির অপরাজিত সেঞ্চুরিতে ৩২.৩ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান করে তারা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে এভিন লুইসের সঙ্গে গেইলের ঝড়ো ইনিংসে দারুণ শুরু করে উইন্ডিজ। ১০.৫ ওভারে তাদের ১১৫ রানের জুটি ভাঙে লুইসের বিদায়ে। ২৯ বলে ৫টি চার ও ৩টি ছয়ে ৪৩ রান করেন ক্যারিবিয়ান ওপেনার। পরের ওভারে গেইল ফিরে গেলে রানের গতি কমে যায়। এই বিধ্বংসী ব্যাটসম্যান ৪১ বলে ৮ চার ও ৫ ছয়ে ইনিংস সেরা ৭২ রান করেন।

এরপর শাই হোপ (২৪), শিমরন হেটমায়ার (২৫) ও নিকোলাস পুরান (৩০) স্কোরবোর্ডে রান জমায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ভারতের পক্ষে খলিল আহমেদ সর্বোচ্চ ৩ উইকেট নেন, দুটি মোহাম্মদ সামি।

লক্ষ্যে নেমে ১৩তম ওভার শেষ হওয়ার আগেই ৯২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ভারত। রোহিত শর্মা (১০), শিখর ধাওয়ান (৩৬) ও ঋষভ পান্ত (০) ফিরে যাওয়ার পর কোহলির সঙ্গে শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত জুটিতে জয়ের পথে ছুটতে থাকে তারা। তাদের জুটিটি ছিল ১২০ রানের। ৪১ বলে তিনটি চার ও পাঁচটি ছয়ে ৬৫ রান করে ফিরে যান আইয়ার।

কেদার যাদবের সঙ্গে ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভারতকে জেতান কোহলি। ৯৪ বলে ১১ চারে ৪৩তম সেঞ্চুরি করা ভারতীয় অধিনায়ক অপরাজিত ছিলেন ১১৪ রানে। তার ৯৯ বলের ইনিংসে ছিল ১৪টি চার। ১৯ রানে অপরাজিত ছিলেন কেদার।

উইন্ডিজের পক্ষে ফ্যাবিয়ান অ্যালেন সর্বোচ্চ ২ উইকেট নেন। ম্যাচসেরা ও সিরিজের সেরা হয়েছেন কোহলি।

আগামী ২২ আগস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। টেস্ট সিরিজের শেষ ম্যাচ হবে ৩০ আগস্ট। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি