X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কলকাতা নাইট রাইডার্সের কোচ ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০১৯, ১৭:০১আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৭:০২

নাইট রাইডার্সের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করবেন ম্যাককালাম কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে ব্যাট-প্যাড চিরদিনের জন্য তুলে রাখার ঘোষণা দেন ব্রেন্ডন ম্যাককালাম। এবার তার নতুন অধ্যায় শুরু হবে। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স।

কয়েক দিন আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ক্লাব ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ হন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। কলকাতা ও ত্রিনবাগোর মালিক একই ফ্র্যাঞ্চাইজি। বৃহস্পতিবার এক ঘোষণায় দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা জানায়, ‘নতুন প্রধান কোচ হিসেবে আজ ব্রেন্ডন ম্যাককালামের নাম ঘোষণা করছে কলকাতা নাইট রাইডার্স।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে কলকাতার জার্সিতে খেলেন ম্যাককালাম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলেন ১৫৮ রানের অপরাজিত ইনিংস। ২০১০ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেন। দ্বিতীয় দফায় যোগ দেন ২০১২ সালে, ওই বছর প্রথমবার চ্যাম্পিয়ন হয় কলকাতা।

খেলোয়াড় হিসেবে ম্যাককালামের অবদানের কথা তুলে ধরেছে কলকাতা, ‘২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত একজন খেলোয়াড় হিসেবে কলকাতা নাইট রাইডার্সে অনেক অবদান রেখেছেন ম্যাককালাম। এরপর ২০১২-১৩ সালেও খেলেন এবং ২০১২ সালে আইপিএল চ্যাম্পিয়নশিপ দলে ছিলেন। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সিপিএল খেলেছেন ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত, ওই সময় ২০১৭ ও ২০১৮ সালে টানা দুইবার চ্যাম্পিয়নশিপ জিতেছিল দলটি।’

কলকাতায় দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিসের শূন্যস্থান পূরণ করবেন ম্যাককালাম। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই সাবেক ব্যাটসম্যান উচ্ছ্বসিত, ‘এই দায়িত্ব নিতে পারা অনেক সম্মানের। আইপিএল ও সিপিএলে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি একটি আইকনের পরিণত হয়েছে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে অনেক উঁচুতে নিয়েছে। কেকেআর ও টিকেআর- দুই ক্লাবেই আছে চমৎকার খেলোয়াড়রা। আমি ও আমার সাপোর্ট স্টাফদের চেষ্টা থাকবে সাফল্য পাওয়া, যেটা দুই ক্লাবই উপভোগ করেছে।’ ক্রিকইনফো, ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া