X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

লিভারপুল-আর্সেনালের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০১৯, ২২:৩৭আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২২:৪১

মানের গোল উদযাপন প্রিমিয়ার লিগে শুরুর দুটি ম্যাচই জিতলো লিভারপুল। শনিবার সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে তারা। দিনের আগের ম্যাচে বার্নলের বিপক্ষেও আর্সেনাল জিতেছে ২-১ গোলে। ২০০৯ সালের পর প্রথমবার লিগে প্রথম দুই ম্যাচে জয় পেলো গানাররা।

ইয়ুর্গেন ক্লপের দলকে তিন পয়েন্ট এনে দেওয়ার পথ তৈরি করেন সাউদাম্পটনের সাবেক ফরোয়ার্ড সাদিও মানে। প্রথমার্ধের ইনজুরি সময়ে লিভারপুলকে এগিয়ে দেন তিনি। জেমস মিলনারের কাছ থেকে বল পেয়ে জ্যান বেডনারেককে পাশ কাটিয়ে চমৎকার শটে লক্ষ্যভেদ করেন সেনেগালের এই ফরোয়ার্ড।

অবশ্য শুরু থেকে সাউদাম্পটনের কাছে চাপে ছিল লিভারপুল। গত বৃহস্পতিবার ইস্তানবুলে চেলসির বিপক্ষে পেনাল্টি শুটআউটে উয়েফা সুপার কাপ জয়ের ধকল ছিল তাদের শরীরে। ওই জয়ে বীরত্ব দেখানো গোলরক্ষক আদ্রিয়ান নামেন হালকা চোট নিয়ে। সুপার কাপ ট্রফি উদযাপনের সময় এক ভক্তের কাছে চোট পান স্প্যানিশ গোলরক্ষক।

প্রথমার্ধে চে অ্যাডামস সাউদাম্পটনকে এগিয়ে দেওয়ার সুযোগ তৈরি করেছিল। বিরতির ঠিক আগে তার হেড লক্ষ্যভ্রষ্ট হয় ক্রসবারের উপর দিয়ে গেলে। অবশ্য এক গোলে এগিয়ে থাকা লিভারপুল দ্বিতীয়ার্ধে দাপট দেখায়। বিরতির পর শুরুতেই মোহাম্মদ সালাহ ২-০ করতে পারতেন। কিন্তু তার দুর্বল শট স্বাগতিক গোলরক্ষক অ্যাঙ্গাস গুনকে সমস্যায় ফেলেনি।

মানের বানিয়ে দেওয়া বলে রবের্তো ফিরমিনো গোলের খুব কাছে পৌঁছান। কিন্তু সহজ সুযোগ নষ্ট করেন। অবশ্য এই আক্ষেপ তিনি মেটান খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগের গোলে। তার ৪৯তম প্রিমিয়ার লিগ গোলে ২-০ তে এগিয়ে যায় গতবারের রানার্স আপরা।

ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে আদ্রিয়ানের হাস্যকর ভুলে লিভারপুল বিপদে পড়েছিল। ৮৩ মিনিটে স্প্যানিশ গোলরক্ষক বল বিপদমুক্ত করতে গিয়ে পাস দেন ড্যানি ইনগসকে। সহজেই সাবেক ক্লাবের জালে বল জড়ান তিনি। খেলার শেষ মুহূর্তে ইনগস দ্বিথীয় গোলের সহজ সুযোগ নষ্ট করলে স্বস্তির নিশ্বাস ফেলে লিভারপুল।

ল্যাকাজেত্তে ও অবেমেয়াংয়ের গোলে জিতেছে আর্সেনাল এদিকে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল জিতেছে আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তে ও পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের গোলে। ১৩ মিনিটে ল্যাকাজেত্তের হেড বার্নলে গোলরক্ষক নিক পোপ কর্নার বানান। এরপর ড্যানি কেবায়োসের কর্নার কিকে কাছের পোস্ট থেকে গোলমুখ খোলেন ফরাসি ফরোয়ার্ড।

৪৩ মিনিটে অ্যাশলে বার্নসের গোলে সমতা ফেরায় বার্নলে। পরের মিনিটেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইডের কারণে রেইস নেলসনের গোল বাতিল করে দেয়। সব আশঙ্কা দূর করে ৬৪ মিনিটে গানারদের দ্বিতীয় গোল করেন অবেমেয়াং।

দুই ম্যাচে সমান ৬টি করে পয়েন্ট নিয়ে লিভারপুল ও আর্সেনাল টেবিলের প্রথম দুটি স্থানে। আগামী শনিবার তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক