X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ড্র হলো লর্ডস টেস্ট

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৯, ০১:১৫আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০১:২৪

ড্রয়ে শেষ হলো লর্ডস টেস্ট লর্ডসে জয় উৎসব করা হলো না কোনও দলের। একদিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় প্রত্যাশিত ড্র হলো ক্রিকেটের পুণ্যভূমিতে। ১৯৯৭ সালের পর প্রথমবার লন্ডনের এই ভেন্যুতে ড্র হলো টেস্ট। অ্যাশেজের দ্বিতীয় ম্যাচ ড্র হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ শেষে ১-০ তে এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া।

প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় লর্ডস টেস্টে লড়াইটা ছিলো চার দিনের। তারপরও অ্যাশেজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দেখার মতো। অজিদের ২৬৭ রানের লক্ষ্য দিয়ে দারুণ লড়াই করেছে ইংলিশরা। শেষ পর্যন্ত মিডল অর্ডারের শক্ত প্রতিরোধে ম্যাচ বাঁচিয়েছে অস্ট্রেলিয়া।

৪ উইকেটে ৯৬ রানে পঞ্চম দিন খেলতে নামে ইংল্যান্ড। বেন স্টোকসের সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৫৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। লক্ষ্যে নেমে ৪৭.৩ ওভারে ৬ উইকেটে ১৫৪ রানে থামে অস্ট্রেলিয়া।

জস বাটলারের সঙ্গে স্টোকসের জুটিতে ইংল্যান্ড আগের দিনের বিপদ কাটিয়ে ওঠে। বাটলারকে (৩১) ফিরিয়ে ৯০ রানের এই জুটি ভাঙেন প্যাট কামিন্স।

এরপর জনি বেয়ারস্টোর সঙ্গে ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন স্টোকস। ১৬৫ বলে ১১ চার ও ৩ ছয়ে ১১৫ রানে অপরাজিত ছিলেন তিনি। ৩০ রানে খেলছিলেন বেয়ারস্টো।

কামিন্স ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার। দুটি পান পিটার সিডল।

জেতার জন্য অস্ট্রেলিয়া পায় ৪৭ ওভার। কিন্তু ১৯ রানের মধ্যে ডেভিড ওয়ার্নার (৫) ও উসমান খাজা (২) জোফরা আর্চারের শিকার হলে ম্যাচ বাঁচানোতেই মনোযোগ দেয় সফরকারীরা।

দলীয় ৪৭ রানে আরেক ওপেনার ক্যামেরন ব্যানক্রফট (১৬) বিদায় নিলে বিপদে পড়ে অজিরা। ঘাড়ে আঘাত নিয়ে এই ম্যাচ থেকে সরে দাঁড়ানো স্টিভেন স্মিথের বদলি নামা মারনাস ল্যাবুশ্যাগনের ব্যাটে প্রতিরোধ গড়ে তারা। ট্রাভিস হেডের সঙ্গে ৮৫ রানের জুটিতে এই বিপদ সামলায় অস্ট্রেলিয়া।

ল্যাবুশ্যাগনে ১০০ বলে ৫৯ রান করে জ্যাক লিচের শিকার হন। ১৭ রানের ব্যবধানে অজিরা ৩ উইকেট হারালেও হেডের সতর্ক ব্যাটিংয়ে ড্র করে অস্ট্রেলিয়া। ৯০ বল খেলে ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি।

আর্চার ও লিচ ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নিয়ে সেরা বোলার। ম্যাচসেরা হয়েছেন স্টোকস।

আগামী বৃহস্পতিবার হেডিংলিতে তৃতীয় ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!