X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

টেস্ট র‌্যাংকিংয়ের দুইয়ে উঠে এলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৯, ১৭:৫৫আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৭:৫৮

স্টিভেন স্মিথ লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ঘাড়ে আঘাত পাওয়ায় দ্বিতীয় ইনিংসে সরে দাঁড়ান স্টিভেন স্মিথ। ব্যথা পেলেও প্রথম ইনিংসে চিকিৎসা নিয়ে মাঠে নেমে খেলেছিলেন ৯২ রানের কার্যকরী ইনিংস। তার আগে এজবাস্টনের প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন এই ব্যাটসম্যান। দুর্দান্ত এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে টেস্টের ব্যাটিং র‌্যাংকিংয়েও। স্মিথ এখন টেস্টের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান।

কেন উইলিয়ামসনকে পেছনে ফেলে টেস্টের ব্যাটিং র‌্যাংকিংয়ের দুইয়ে উঠে গেছেন স্মিথ। এখন নিঃশ্বাস ফেলছেন শীর্ষে থাকা বিরাট কোহলির ঘাড়ে। দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারির পর এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অ্যাশেজ দিয়েই আবার টেস্ট ক্রিকেটে ফিরে জাদু দেখিয়ে চলেছেন স্মিথ। দুর্দান্ত পারফরম্যান্সে মাত্র দুই টেস্ট খেলেই টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে বসার হাতছানি তার সামনে।

সোমবার প্রকাশিত আইসিসির নতুন র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা কোহলির (৯২২) চেয়ে মাত্র ৯ রেটিং পয়েন্টে পিছিয়ে আছেন স্মিথ (৯১৩)। লর্ডস টেস্টে এক ইনিংস ব্যাট করেই ছাড়িয়ে গেছেন উইলিয়ামসনকে (৮৮৭)। স্মিথের ব্যাটে বসন্ত চললেও ইংল্যান্ড অধিনায়ক জো রুট মোটেও স্বস্তিতে নেই। অ্যাশেজে রান খরায় ভুগছেন এই ব্যাটসম্যান। ব্যাটিং র‌্যাংকিংয়ে তিন ধাপ পিছিয়ে ৯-এ নেমে গেছেন তিনি।

উন্নতি হয়েছে শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নের। নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্ট জেতার ‍পথে কার্যকরী সেঞ্চুরিতে ম্যাচসেরার পুরস্কার জেতা এই ওপেনার ‍চার ধাপ এগিয়ে উঠে এসেছেন অষ্টম স্থানে। এই টেস্টের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি ‍পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুজ তিন ধাপ এগিয়ে রয়েছেন ১৪তম স্থানে।

বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থান সুসংহত করেছেন প্যাট কামিন্স। নতুন একটি রেকর্ডের খাতাও নাম তুলেছেন অস্ট্রেলিয়ান পেসার। চলতি অ্যাশেজে দারুণ ছন্দে থাকা কামিন্সের রেটিং পয়েন্ট এখন ৯১৪। তাতে অস্ট্রেলিয়ান বোলার হিসেবে গ্লেন ম্যাকগ্রার সর্বোচ্চ রেটিং পয়েন্ট স্পর্শ করেছেন তিনি। আইসিসি বিজ্ঞপ্তি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক