X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হেডিংলিতেও নেই অ্যান্ডারসন, অপরিবর্তিত ইংল্যান্ড দল

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৯, ২০:৪১আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২০:৪১

অ্যাশেজের তৃতীয় টেস্টেও নেই জেমস অ্যান্ডারসন অ্যাশেজের প্রথম টেস্ট বড় ব্যবধানে হারতে হয়েছে ইংল্যান্ডকে। লর্ডসের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর মিশনে অস্ট্রেলিয়াকে চেপে ধরলেও ড্রতে শেষ হয়েছে ম্যাচ। ঘরের মাঠের অ্যাশেজের তৃতীয় ম্যাচে লর্ডস টেস্টের দলের ওপরই আস্থা রেখেছে ইংলিশরা। হেডিংলির তৃতীয় টেস্টের জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এর মানে হলো, তৃতীয় টেস্টেও নেই জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের সেরা টেস্ট বোলারকে বাইরে রেখে আরেকটি কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে। অ্যাশেজের প্রথম ম্যাচে মাত্র ৪ ওভার বল করে কাফ ইনজুরিতে মাঠ ছাড়েন এই পেসার। দ্বিতীয় ইনিংসে বোলিং করতে না পারা অ্যান্ডারসন ছিটকে যান সদ্য শেষ হওয়া লর্ডস টেস্ট থেকে। এবার হেডিংলি টেস্টের ‍জন্য ঘোষিত ১২ সদস্যের দলেও তিনি নেই।

ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট ড্র হওয়া লর্ডস টেস্টের দলটাই রেখেছে হেডিংলির ম্যাচের জন্য। অ্যান্ডারসনের ফিটনেসটা আরও ভালো মতো দেখে নিতে চায় তারা। সেজন্য এই পেসার ল্যাঙ্কাশায়ার দ্বিতীয় একাদশের হয়ে লিস্টারশায়ারের বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলবেন। লিভারপুলের ম্যাচে নিজের ফিটনেস পরীক্ষা দেবেন অ্যান্ডারসন। তাতেই বোঝা যাবে ওল্ড ট্র্যাফোর্ডের চতুর্থ টেস্টে তাকে পাওয়া যাবে কিনা।

অ্যান্ডারসরের চোটে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয়ে যাওয়া জোফরা আর্চার শুরুতেই চমক দেখিয়েছেন। দলে বাড়তি বোলার হিসেবে আছেন স্যাম কারান। এই অলরাউন্ডারের এখনও এবারের অ্যাশেজে মাঠে নামার সুযোগ হয়নি।

ব্যাটিং নিয়েই ইংল্যান্ডের দুশ্চিন্তা বেশি। লর্ডস টেস্টে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি জো ডিনলি। ‍প্রথম ইনিংসে ৩০ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ২৬।

ওপেনার জেসন রয়ের অবস্থা আরও বাজে। ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জেতার পথে আলো ছড়িয়ে টেস্ট অভিষেক হলেও ক্রিকেটের লম্বা ফরম্যাটে নিজের ছায়া হয়ে আছেন তিনি। লর্ডসের প্রথম ইনিংসে রানের খাতা খুলতে ব্যর্থ হওয়া এই ওপেনার দ্বিতীয় ইনিংসে করেন ২। এরপরও হেডিংলি টেস্টের দলে টিকে গেছেন রয়। ক্রিকইনফো

ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জেসন রয়, ররি বার্নস, জো ডিনলি, বেন স্টোকস, জস বাটলার, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, স্যাম কারান।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন