X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাই পর্বে ভালো করার আশাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ২১:০৫আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২২:০৫

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন বাফুফে সহ-সভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ  বিশ্বকাপ বাছাই পর্বে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘ই’ গ্রুপে লাল-সবুজ দলের প্রতিপক্ষ ভারত, ওমান, আফগানিস্তান এবং কাতার। তবে চার প্রতিপক্ষ শক্তিশালী হলেও বাংলাদেশ ভালো করতে আশাবাদী। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের কণ্ঠে আশাবাদের সুর।

সোমবার ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বিশ্বকাপ বাছাই পর্বে গতবারের চেয়ে ভালো ফল করতে চাই আমরা। দলের কোচিং স্টাফের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, প্রতিপক্ষ দলগুলো নিয়ে বিশ্লেষণ হচ্ছে। অনেক সময় ভালো খেলার জন্য ভাগ্যের ছোঁয়া প্রয়োজন। তবে আমরা ভালো করতে আশাবাদী। আল্লাহ সহায় থাকলে আমরা বাছাই পর্বে ভালো ফল করবো।’

১০ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। নিরাপত্তাজনিত কারণে আফগানিস্তানের হোম ম্যাচটি হবে তাজিকিস্তানে। এই ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে ২৩ আগস্ট।

কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, ‘আফগানিস্তান ম্যাচকে ঘিরে আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি। ঢাকায় কয়েক দিন অনুশীলনের পর ১ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে যাবে দল। সেখানকার আবহাওয়া আর টার্ফের মাঠের সঙ্গে মানিয়ে নিতে ছেলেরা বেশ আগেই যাচ্ছে। তাজিকিস্তানে অনুশীলনের পাশাপাশি ৩ ও ৫ সেপ্টেম্বর তাজিক প্রিমিয়ার লিগের দুটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।’

৩ আগস্ট প্রিমিয়ার লিগ শেষ হলেও জাতীয় দলের অনুশীলন একটু দেরিতেই শুরু হচ্ছে। এ বিষয়ে কাজী নাবিল আহমেদের ব্যাখ্যা, ‘লিগ শেষে ক্লান্তি কাটিয়ে উঠতে ফুটবলারদের বিশ্রাম প্রয়োজন ছিল। তবে খেলোয়াড়রা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন।’

স্বদেশ ইংল্যান্ডে ছুটি কাটিয়ে সোমবার সকালে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের কোচ জেমি ডে। তিনি জানিয়েছেন, ‘লিগে যারা ভালো খেলেছে তাদের নিয়েই দল গড়া হবে। আশা করি, আফগানিস্তান ম্যাচে ভালো খেলবে বাংলাদেশ।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা