X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘আপাতত মাশরাফির ফিটনেস টেস্টের প্রয়োজন নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ২১:৫৫আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২২:০০

কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে জিমে মাশরাফি আগামী বছরের মে মাসের আগে বাংলাদেশের কোনও ওয়ানডে ম্যাচ নেই। তবু সোমবার শুরু হওয়া ৩৫ জনের কন্ডিশনিং ক্যাম্পে রাখা হয়েছে মাশরাফি মুর্তজাকে। সেপ্টেম্বরে আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিতেই এই ক্যাম্প। শুধু ওয়ানডে খেললেও ফিটনেস ঠিক রাখতে ক্যাম্পে সুযোগ পেয়েছেন মাশরাফি। যদিও জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের মতে, বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের এখনই ফিটনেস টেস্ট দেওয়ার প্রয়োজন নেই।

মিরপুর ক্রিকেট একাডেমিতে প্রথম দিনের অনুশীলন শেষে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আগামী বছরের আগে আমাদের ওয়ানডে নেই। তাই আপাতত মাশরাফির ফিটনেস টেস্ট দেওয়ার কোনও কারণ নেই। বাংলাদেশ দল ওয়ানডে ক্রিকেটে ফেরার আগে তার ফিটনেস টেস্টের প্রয়োজন পড়বে।’

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি মাশরাফি। এখন অবশ্য তিনি সুস্থ। মাশরাফিকে ক্যাম্পে রাখার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু‌র বক্তব্য, ‘মাশরাফির ইনজুরি নিয়ে আমরা ফিজিওর কাছ থেকে কোনও আপডেট পাইনি। ফিটনেস দেখার জন্যই ওকে ক্যাম্পে ডাকা হয়েছে।’

বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সফরে বাজে ফিল্ডিং ভীষণ ভুগিয়েছে বাংলাদেশকে। ভিল্লাভারায়েন অবশ্য দুর্বল ফিল্ডিংয়ের জন্য ফিটনেসকে দায়ী করতে রাজি নন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের ক্যাচ মিসের কারণ ফিটনেস নয়। অন্য কোনও কারণ থাকতে পারে। ফিটনেসের কারণে ফিল্ডিং খারাপ হয়েছে এটা আমি বিশ্বাস করি না।’

বিশ্বকাপ থেকে মাহমুদউল্লাহ এবং মোহাম্মদ সাইফউদ্দিনের ইনজুরি সমস্যা। সাইফ তো শ্রীলঙ্কা সফরে যেতেই পারেননি। জাতীয় দলের ট্রেনার অবশ্য দুই ‍গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে ইতিবাচক কথা শোনালেন, ‘মাহমুদউল্লাহ আর সাইফ এখন অনেকটাই সুস্থ। তাদের ফিটনেস লেভেলও ভালো। তবে দুজনের ফিটনেস নিয়ে আরও কাজ করতে হবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা