X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘সুযোগ থাকলে অবশ্যই আমরা সাকিবকে নেবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৯, ২০:৩৫আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২০:৩৫

রংপুর রাইডার্সের সঙ্গে সাকিব চুক্তিবদ্ধ হলেও সেটা বৈধতা পায়নি বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে সভা করার সুযোগ পাচ্ছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। সোমবার তিনটি ফ্র্যাঞ্চাইজি আলাদাভাবে আলোচনায় বসেছিল। মঙ্গলবার সুযোগ পেয়েছে রংপুর রাইডার্স। স্বাভাবিকভাবে আলোচনার প্রধান এজেন্ডা ছিল সাকিব আল হাসান।

কয়েকদিন সাকিবকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছিল রংপুর। কিন্তু বিপিএল কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চার বছর মেয়াদি নতুন চুক্তির আগে কাউকে দলে নেওয়া যাবে না। রংপুর রাইডার্স অবশ্য যে কোনও মূল্যে সাকিবকে দলে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে সভা শেষে দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘যেহেতু সাকিবের সঙ্গে রংপুর রাইডার্স চুক্তি করেছিল, তাই আমরা তাকে কিছুতেই হারাতে চাই না। তার জন্য আমরা যে কোনও মূল্য দিতে প্রস্তুত, তবে সেটা নিয়ম মেনে। সাকিবকে নিয়ে আলোচনা ছাড়াও বিপিএল কর্তৃপক্ষ কয়েকটি নিয়ম পরিবর্তনের কথা জানিয়েছে। আমরা এ বিষয়ে তাদের সঙ্গে মোটামুটি একমত। আমাদের কয়েকটা সাজেশনও দিয়েছি।’

কী সাজেশন সেটাও জানালেন রংপুরের প্রধান নির্বাহী, ‘এবার দলভুক্ত করা কয়েকজন খেলোয়াড়কে পরের বছর রিটেইন করার পরামর্শ দিয়েছি আমরা। এছাড়া আইকন খেলোয়াড়ও না রাখার পক্ষে রংপুর রাইডার্স। বরং একজন স্থানীয় খেলোয়াড়ের সঙ্গে সরাসরি চুক্তির নিয়মের কথা বলেছি। তারা বলেছেন, দুজন বিদেশি খেলোয়াড় সরাসরি চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন। তখন আমরা বলেছি, বিদেশিরা সুযোগ পেলে একজন স্থানীয় খেলোয়াড়কে চুক্তির আওতায় রাখতে সমস্যা কোথায়?’

গত দুই মৌসুম আইকন খেলোয়াড় হিসেবে রংপুর রাইডার্সে খেলেছেন মাশরাফি মুর্তজা। ‘এবার সাকিবকে নিলে মাশরাফিকে কি আপনারা ছেড়ে দেবেন?’ প্রশ্নে ইশতিয়াক সাদেকের জবাব, ‘মাশরাফি তো আমাদের ঘরের ছেলে। আমি যত দূর জানি, অবসর নিলে তিনি আর আইকন থাকবেন না। ওপেন অপশন থাকলে অবশ্যই আমরা মাশরাফিকে নেবো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা