X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এএফসি কাপে দুরন্ত জয় আবাহনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৯, ২০:৫১আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২১:১৯

আবাহনীর গোলের উল্লাস
ম্যাচের এক-তৃতীয়াংশ শেষে কোনও গোল নেই। তারপর শুরু হলো লক্ষ্যভেদের খেলা। একবার ঢাকা আবাহনী গোল করছে তো পর মুহূর্তেই উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভ ক্লাবের গোল। এএফসি কাপের নক আউট পর্বে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ফুটবলপ্রেমীরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যে থ্রিলার শেষে আবাহনী ৪-৩ গোলে বিজয়ী। আকাশি-হলুদ দলের চার গোলের দুটি নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবার। অন্য গোল দুটো করেছেন সোহেল রানা ও নাবিব নেওয়াজ জীবন।

ইন্টার জোন সেমিফাইনাল প্লে-অফের প্রথম লেগের সাফল্যে উদ্বেল আবাহনীর সামনে এবার আরেকটি চ্যালেঞ্জ। ২৮ আগস্ট তারা ফিরতি লেগ খেলবে পিয়ং ইয়ংয়ে। ম্যাচটি ড্র হলেই ইন্টার জোন প্লে-অফ ফাইনালে খেলার সুযোগ পাবে দেশের জনপ্রিয় দলটি।

ম্যাচের শুরু থেকেই ছিল আবাহনীর আধিপত্য। তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া সাদউদ্দিনের জোরালো শট চলে যায় সাইড বার ঘেঁষে। পরের মিনিটে  রায়হানের লম্বা থ্রো-ইন থেকে হাইতির স্ট্রাইকার কেরভেন্স বেলফোর্টের শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলকিপার।

১১ মিনিটে রায়হানের আরেকটি চমৎকার থ্রো-ইন ধরে বক্সের ভেতর থেকে জোরালো শট নিয়েছিলেন মামুন মিয়া। কিন্তু বল চলে যায় ক্রস বারের অনেক ওপর দিয়ে। পরের মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়া বেলফোর্টের শট আবার রুখে দেন গোলকিপার আন তায়ে-সং।

এপ্রিল টোয়েন্টি ফাইভের গোলমুখে আবাহনীর একটি আক্রমণ তবে ৩২ মিনিটে সফল হয়েছে আবাহনী। জীবনের ব্যাকহিল ধরে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেছেন সোহেল রানা।

তিন মিনিট পরই অবশ্য চো জং-হিউকের গোলে সমতা নিয়ে এসেছে এপ্রিল টোয়েন্টি ফাইভ। যদিও ‍দুই মিনিট পর আবার উৎসবে মেতে ওঠে আবাহনী। রায়হানের আরেকটি বিপজ্জনক থ্রো-ইন কোরিয়ান ডিফেন্স ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি। সুযোগটা কাজে লাগিয়ে প্লেসিং শটে গোল করেছেন জীবন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক খেলে ৫৪ মিনিটে আবার সমতা নিয়ে এসেছে এপ্রিল টোয়েন্টি ফাইভ। এবার অতিথিদের গোলদাতা রিম চল-মিন। 

কিন্তু আবাহনী দমে যায়নি। চিজোবার দুটো চমৎকার গোল জয় এনে দিয়েছে স্বাগতিকদের। ৫৬ মিনিটে টুটুল হোসেন বাদশার থ্রু ধরে গোলকিপারের পাশ দিয়ে বল জালে পাঠিয়েছেন নাইজেরিয়ান স্ট্রাইকার। চার মিনিট পর বেলফোর্টের পাস ধরে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে প্লেসিং শটে ৪-২ করেছেন চিজোবাই।

৭৬ মিনিটে পাক সং-রকের হেডে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুলেছিল উত্তর কোরিয়ার ক্লাবটি। সমতাও হয়তো নিয়ে আসতো, কিন্তু ইনজুরি সময়ে অতিথি দলের একজনের শট সাইড বারে বাধা পেলে জয় নিশ্চিত হয়ে যায় আবাহনীর।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না