X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বোল্ট-সাউদির তোপের পর কলম্বোয় বৃষ্টির দাপট

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০১৯, ১৭:৪৮আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৭:৫৩

টিম সাউদির উইকেট উদযাপন প্রথম দিন খেলা হয়েছিল ৩৬.৩ ওভার। দ্বিতীয় দিনের অবস্থা আরও খারাপ, হয়েছে মোটে ২৯.৩ ওভার। বৃষ্টির দাপটে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের কলম্বোর টেস্টে দুই দিনে হয়েছে তাই ৬৬ ওভার। লাঞ্চের সময় শুরু হওয়া বৃষ্টি না থামায় দ্বিতীয় দিনের খেলার বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই সময় পর্যন্ত টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা স্কোরে জমা করেছে ৬ উইকেটে ১৪৪ রান।

বৃষ্টি শুরুর আগে বোলিংয়ে দাপট দেখিয়েছে কিউইরা। টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের তোপে দ্বিতীয় দিনে ৫৯ রান তুলতে ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দিনের শুরুতে বোল্টের জোড়া আঘাতে ভেঙে পড়ে লঙ্কানদের মিডল অর্ডার। আর লাঞ্চের আগে সাউদির আগুনে দারুণ দিনের প্রতিশ্রুতি ছিল কিউইদের। কিন্তু বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় এই সাফল্য পূর্ণতা পায়নি।

২ উইকেটে ৮৫ ‍রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিলেন দিমুথ করুণারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুজ। স্বাগতিকদের শুরুটা ভালো হতে দেননি বোল্ট। এক ওভারেই এই পেসার তুলে নেন ২ উইকেট। ম্যাথুজকে (২) উইকেটরক্ষক বিজে ওয়াটলিংয়ের গ্লাভসবন্দী করে শুরু তার উইকেট উদযাপন। ৩ বল বিরতি দিয়ে বোল্ট আবারও আনন্দে মাতেন কুশল পেরেরাকে ফিরিয়ে। এলবিডাব্লিউয়ের শিকার হওয়া কুশল পেরেরা রানের খাতা খুলতে পারেননি।

ধনাঞ্জয়া ডি সিলভাকে সঙ্গী করে ওই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন অধিনায়ক করুণারত্নে। কিন্তু পারেননি। গল টেস্টে সেঞ্চুরি পূরণ করা এই ব্যাটসম্যান কলম্বোর ম্যাচেও ছুটছিলেন তিন অঙ্কের ঘরের দিকে। যদিও সাউদির বলে ৬৫ রানে শেষ হয় তার ইনিংস। ওয়াটলিংয়ের গ্লাভসে আটকা পড়ার আগে ১৬৫ বলের ইনিংসটি করুণারত্নে সাজান ৬ বাউন্ডারিতে।

অধিনায়কের আউটের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবারও আঘাত শ্রীলঙ্কার ব্যাটিংয়ে। ২ বল পর সাউদি আবারও করেন উইকেট উদযাপন। এবার নিরোশান ডিকবেলাকে ফেরান খালি হাতে। কঠিন চাপে পড়া শ্রীলঙ্কা ডি সিলভা (৩২*) ও দিলরুয়ান পেরেরার (৫) প্রতিরোধে স্কোরে ৬ উইকেটে ১৪৪ রান জমা করে যায় দ্বিতীয় দিনের লাঞ্চে। এরপর বৃষ্টি শুরু হলে খেলা আর হয়নি। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর:

(দ্বিতীয় দিন শেষে)

শ্রীলঙ্কা: প্রথম ইনিংসে ৬৬ ওভারে ১৪৪/৬ (দিমুথ করুণারত্নে ৬৫, ধনাঞ্জয়া ডি সিলভা ৩২* কুশল মেন্ডিস ৩২; ট্রেন্ট বোল্ট ২/৩৩, টিম সাউদি ২/৪০)।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা