X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কার পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০১৯, ১৪:০৫আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৪:০৫

পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে দুই ম্যাচের সিরিজে আতিথ্য দেওয়ার সূচি আছে পাকিস্তানের। সিরিজটি হওয়ার কথা অক্টোবরে। তবে তার আগেই সীমিত ওভারের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে লঙ্কানরা।

পাকিস্তান সফরে অক্টোবরে টেস্ট সিরিজ আর ডিসেম্বরে সীমিত ওভারের সিরিজ খেলার কথা ছিল শ্রীলঙ্কার। তবে দুই বোর্ডের আলোচনায় সীমিত ওভারের সিরিজ এগিয়ে আনা হয়েছে সেপ্টেম্বর-অক্টোবরে। তবে সীমিত ওভারের সূচি চূড়ান্ত হলেও টেস্ট সিরিজের সূচি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শ্রীলঙ্কার ক্রিকেটাররা নাকি পাকিস্তানে গিয়ে টেস্ট খেলতে রাজি নন।

২৭ সেপ্টেম্বর থেকে করাচিতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৫ অক্টোবর থেকে। এই লাহোরেই ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলায় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তানের। ২০১৭ সালের সেপ্টেম্বরে ফাফ দু প্লেসির নেতৃত্বে বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পাকিস্তানে ফেরে আন্তর্জাতিক ক্রিকেট।

২০১৭ সালের অক্টোবরে অবশ্য একবার পাকিস্তানে গিয়েছিল শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের সেবারের সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ আয়োজন করা হয়েছিল লাহোরে। যদিও লঙ্কানদের বেশ কয়েকজন খেলোয়াড় ওই ম্যাচ থেকে তাদের বাইরে রেখেছিলেন।

এবারের সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে থাকছে ছয় ম্যাচ। ২৫ সেপ্টেম্বর করাচিতে পৌঁছানোর কথা শ্রীলঙ্কার, আর লাহোর থেকে দেশে ফিরবে ১০ অক্টোবর। ক্রিকবাজ

সূচি:

২৭ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে, করাচি

২৯ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে, করাচি

২ অক্টোবর: তৃতীয় ওয়ানডে, করাচি

৫ অক্টোবর: প্রথম টি-টোয়েন্টি, লাহোর

৭ অক্টোবর: দ্বিতীয় টি-টোয়েন্টি, লাহোর

৯ অক্টোবর: তৃতীয় টি-টোয়েন্টি, লাহোর

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়