X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

টি-টোয়েন্টি সিরিজে নেই ম্যাথুজ-থিসারা

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০১৯, ১৭:১১আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৭:১১

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির দলে নেই অ্যাঞ্জেলো ম্যাথুজ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তরুণ দল গড়েছে শ্রীলঙ্কা। বাদ পড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও থিসারা পেরেরার মতো অভিজ্ঞ ক্রিকেটার। তাদের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নির্বাচকদের বিবেচনায় আসেননি সুরঙ্গা লাকমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা।

লাসিথ মালিঙ্গার নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াডে কেবল দুই খেলোয়াড়ের বয়স ৩০-এর বেশি। অধিনায়ক মালিঙ্গার সঙ্গে অন্যজন ইসুরু উদানা। অন্যদিকে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপ ও ঘরের মাঠের ওয়ানডে সিরিজ মিস করা নিরোশান ডিকবেলাকে সহ-অধিনায়ক করা হয়েছে কুড়ি ওভারের তিন ম্যাচের জন্য।

টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাথুজের ধীরগতির ব্যাটিং উপেক্ষিত থাকার বড় কারণ। তাছাড়া রানিং বিটুইন দ্য উইকেটেও তার দুর্বলতা স্পষ্ট। ৫০ ওভারের ম্যাচে চেনা ছন্দে থাকলেও তাই কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা হয়নি এই অলরাউন্ডারের।

থিসারা সেই বিশ্বকাপ থেকেই নিজের ছায়ায় বন্দী। ২০১৮ সালটা তার দুর্দান্ত কাটলেও চলতি বছরে সুবিধা করতে পারছেন না। টি-টোয়েন্টি সিরিজে সুযোগ না পাওয়াটা তারই ছাপ।

গল টেস্টে বোলিং অ্যাকশন রিপোর্টেড হয়েছে আকিলা ধনাঞ্জয়ার। কলম্বো টেস্টে খেলছেনও না এই স্পিনার। তবে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে আছেন তিনি। বিশ্বকাপে দারুণ পারফর্ম করায় রয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান অভিষ্কা ফার্নান্ডো। ডাক পেয়েছেন হার্ডহিটার ব্যাটসম্যান দাসুন শানাকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই হবে পাল্লেকেলেতে। প্রথম ম্যাচ ১ সেপ্টেম্বর।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:

লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), অভিষ্কা ফার্নান্ডো, কুশল পেরেরা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, শেহান জয়াসুরিয়া, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনাঞ্জয়া, লাকশান সান্দাকান, ইসরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, লাহিরু মধুশানকা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি