X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইতিহাস গড়তে আজ নামছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ১১:৩০আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১১:৩২

গোল উৎসব করছে আবাহনী। এএফসি কাপের ইন্টার জোন সেমিফাইনালে নিজেদের মাঠে ৪-৩ গোলে জিতে স্বপ্ন বাস্তবায়নে এক ধাপ এগিয়ে গেছে আবাহনী লিমিটেড। আজ  বুধবার অ্যাওয়ে ম্যাচে উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভের সঙ্গে ড্র করতে পারলেই ইন্টার জোন প্লে-অফ ফাইনালে প্রথমবার খেলার সুযোগ পাবে আবাহনী। আর তাতে দেশের ফুটবলে রচিত হবে নতুন ইতিহাস। রাজধানী পিয়ংইয়ং এর কিম ইল সাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বুধবার বিকাল ৩টায়।

অবশ্য অ্যাওয়ে এই ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই পিয়ংইয়ং গেছে আবাহনী লিমিটেড। যদিও সেখানকার সর্বশেষ পরিবেশ-পরিস্থিতি নিয়ে তেমন কিছুই জানা যাচ্ছে না দেশটির অভ্যন্তরীণ প্রতিবন্ধকতায়। আকাশি-হলুদ জার্সিধারী দলটির পর্তুগিজ কোচ মারিও লেমস ঢাকা ছাড়ার আগে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করেছিলেন।

আগের মতোই রক্ষণ জমাট করে খেলার পক্ষপাতী আবাহনী কোচ। তবে এই ম্যাচে আবাহনী আগের চেয়ে শক্তি বৃদ্ধি করে খেলতে নামছে। কার্ড সমস্যার কারণে মিশরের ডিফেন্ডার আলা এলদিন নাসেরের ঢাকার ম্যাচে অভিষেক হয়নি। আজ এই ডিফেন্ডার মাঠে নামতে যাচ্ছেন। এছাড়া  মিডফিল্ডার মামুনুল ইসলামেরও একাদশে খেলার সুযোগ রয়েছে।তাই তো মারিও লেমস বলেছেন, ‘দুজন খেলোয়াড় দলে যোগ হওয়াতে আমাদের সুবিধা হয়েছে। আগের চেয়ে দলের শক্তি বৃদ্ধি পেয়েছে। ডিফেন্স লাইন ঠিক রেখে দল যদি প্রতি আক্রমণে উঠে খেলতে পারে। তাহলে এই ম্যাচেও আমাদের গোলের সুযোগ তৈরি হবে। আর জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো।’

তবে অ্যাওয়ে ম্যাচ যে জেতা সহজ হবে না তা বলেই দিয়েছেন লেমস। যদি স্বাগতিকরা ১-০ গোলে জেতে সেক্ষেত্রে আবাহনীকে বিদায় নিতে হবে। তাই সতর্ক অবস্থানে লেমস, ‘কোনও সংশয় নেই। এই ম্যাচটি আমাদের জন্য আরও কঠিন হবে। কারণ প্রতিপক্ষ শক্তিশালী দল। ঢাকায় তাদের পারফরম্যান্স ছিল দেখার মতো। তাদের মাঠে তারা জিতবে চাইবে।’

ঢাকার ম্যাচ জিতে জীবন-সানডেদের আত্মবিশ্বাস তুঙ্গে আছে। পর্তুগিজ কোচ বললেন তেমন কথাই, ‘ঢাকাতে জয় পেয়ে দলের মনোবল বেশ চাঙ্গা। আমরা ওই ম্যাচে চার গোল দিয়েছি। কিন্তু ওদের মাঠে হয়তো এই ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হবে। তবে আমরা ইন্টার জোন প্লে অফ ফাইনালে যেতে চাই। যার জন্য পিয়ংইয়ং এ ভালো ফল করতে হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা