X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ইউএস ওপেনের শেষ ষোলোতে ফেদেরার-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০১৯, ১১:৪৫আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১১:৪৭

রজার ফেদেরার জয়রথ ছুটছে রজার ফেদেরারের। ২১তম গ্র্যান্ড স্লাম জয়ের মিশনে ইউএস ওপেনে নেমেছেন সুইস কিংবদন্তি। সেই লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন তিনি। তার সঙ্গে চতুর্থ রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ।

শুক্রবার তৃতীয় রাউন্ডে ফেদেরার ৬-২, ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন ব্রিটিশ ‘নাম্বার টু’ ড্যান এভান্সকে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি তিনি। আগের দুই ম্যাচেই প্রথম সেট হেরে শুরু করেছিলেন ফেদেরার, তবে তৃতীয় রাউন্ডের খেলায় নিজের সেরাটা নিয়ে হাজির হয়েছিলেন।

গত বছরের ইউএস ওপেনে শেষ ষোলোতে থামতে হয়েছিল সুইস তারকাকে। এবার সেই শেষ ষোলোর বাধাই পেরোতে হবে। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ফেদেরারের প্রতিদ্বন্দ্বী বেলজিয়ামের ১৫তম বাছাই ডেভিড গোফিন।

ফেদেরারের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করেছেন জোকোভিচ। আমেরিকার প্রতিদ্বন্দ্বী দেনিস কুদলাকে সহজেই হারিয়ে দিয়েছেন তিনি। আর্থার অ্যাশ স্টেডিয়ামে সার্বিয়ান নাম্বার ওয়ানের জয় ৬-৩, ৬-৪, ৬-২ সেটে। চতুর্থ রাউন্ডে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। লড়তে হবে সুইস তারকা স্তানিসলাস ওয়ারিঙ্কার বিপক্ষে, যিনি ইতালির পাওলো লোরেঞ্জিকে হারিয়েছেন ৬-৪, ৭-৬ (১১-৯), ৭-৬ (৭-৪) গেমে।

এদিকে মেয়েদের এককে সহজ জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস। তার পাওয়ার টেনিসের সামনে দাঁড়াতেই পারেননি চেক প্রজাতন্ত্রের কারোলিান মুচোভা। প্রতিযোগিতাটির ছয়বারের চ্যাম্পিয়ন চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন ৬-৩, ৬-২ গেমে জিতে। বিবিসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!