X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নেইমারের দলবদল বার্সেলোনার ওপর নির্ভর করছে: পিএসজি

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০১৯, ১৩:২১আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৩:২১

নেইমারের দলবদল বার্সেলোনার ওপর নির্ভর করছে: পিএসজি আশা ছাড়ছে না বার্সেলোনা। নেইমারকে ন্যু ক্যাম্পে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি। কিন্তু গ্রীষ্মের দলবদলের জানালা বন্ধ হতে মাত্র দুই দিন বাকি থাকায় শেষ পর্যন্ত তারা সফল হবে কিনা, সেটা নিয়ে জন্মেছে সংশয়। তবে প্যারিস সেন্ত জার্মেই স্পষ্ট জানিয়ে দিয়েছে, ব্রাজিলিয়ান তারকার ন্যু ক্যাম্পে যাওয়াটা নির্ভর করছে বার্সেলোনার ওপর।

সোমবার বন্ধ হয়ে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের দলবদলের জানালা। এখনও ‍পিএসজি ও বার্সেলোনা নেইমারের ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে পারেননি বলে জানিয়েছেন প্যারিসের ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। সোমবারের মধ্যে সমঝোতায় পৌঁছানোর খুব একটা আশাও দেখছেন না পিএসজির এই কর্তা।

দুই বছর আগে বার্সেলোনা থেকেই ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে নাম লিখিয়েছিলেন নেইমার। তবে এবারের গ্রীষ্মের দলবদলে আবারও তাকে ন্যু ক্যাম্পে ফেরানোর কাজ শুরু করে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ইউরোপের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ‘সমঝোতায় পৌঁছানোর’ খবর ছাপা হলেও শুক্রবার লিওনার্দো নিশ্চিত করেছেন এখনও সমঝোতা হয়নি দুই পক্ষের, তবে আলোচনার টেবিলে আছে নেইমারের দলবদল।

নেইমারের ন্যু ক্যাম্পে ফেরাটা পুরোপুরি বার্সেলোনার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন পিএসজি স্পোর্টিং ডিরেক্টর। শুক্রবার তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের অবস্থান সবসময়ই পরিষ্কার ছিল, তারা (বার্সেলোনা) ভালো করেই জানে আমাদের চাওয়া কী। ২৭ আগস্ট, দলবদল শেষ হওয়ার পাঁচ দিন আগে আমরা প্রথম লিখিত প্রস্তাব পাই, আমরা এমনকি অন্য খেলোয়াড়দেরও এই চুক্তির মধ্যে আলোচনায় এনেছিলাম। কিন্তু আমরা যা চাই, সেরকম কিছু পায়নি বলে কোনও সমঝোতায় পৌঁছাতে পারিনি।’

নেইমারের দলবদল বার্সেলোনার কোর্টেই ছেড়ে দিয়েছেন লিওনার্দো, ‘বার্সেলোনার ওপর নির্ভর করছে সবকিছু। দলবদলের জানালা বন্ধ হতে আমাদের হাতে আছে আর মাত্র তিন দিন। এখন পর্যন্ত কোনও সমঝোতা হয়নি।’

নেইমারকে ছেড়ে দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। তবে সেটা কেবল তাদের চাহিদা অনুযায়ী ‘অফার’ পেলে। এ ব্যাপারে পিএসজি কর্তার বক্তব্য, ‘নেইমারের জায়গা সবসময়ই পরিষ্কার, ‍আমাদের অবস্থানও, তবে সেটা নির্ভর করছে সন্তোষজনক প্রস্তাবের ওপর। ভালো প্রস্তাব পেলে সে চলে যাবে (পিএসজি ছেড়ে)। আমাদের কথা-বার্তা চলছে বার্সেলোনা সঙ্গে, তবে কোনও সমঝোতা হয়নি।’

সমঝোতায় পৌঁছাতে হাতে একেবারেই সময় নেই। দলবদল শেষ হতে বাকি মাত্র দুই দিন। এত অল্প সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন হওয়ার ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে লিওনার্দোর, ‘আমরা সত্যিটাই বলছি। আমরা তাকে (নেইমার) ছেড়ে দিতে প্রস্তুত, তবে সেজন্য অবশ্যই আমাদের কাছে সন্তোষজনক প্রস্তাব আসতে হবে। যেটা এখন পর্যন্ত আসেনি, সোমবারের মধ্যে তেমন কিছুর আশা আসলে করা যাচ্ছে না।’

ইউরোপিয়ান মিডিয়ার খবর, ‍নেইমারের চুক্তির ব্যাপারে পিএসজির চাওয়ায় সম্মতি দেয়নি বার্সেলোনা। কাতালান ক্লাবটি নাকি সবশেষ প্রস্তাবের পর জানিয়ে দিয়েছে, এরপর নতুন ‍কোনও প্রস্তাব আর পাঠাবে না পিএসজির। অর্থাৎ, শেষের প্রস্তাবে পিএসজি খুশি না থাকলে নেইমারের আশা ছেড়ে দেবে বার্সেলোনা।

যদিও নেইমার পিএসজির জন্যও গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কারণ ব্রাজিলিয়ান তারকা কোনোভাবেই থাকতে চাইছেন না প্যারিসে। আর দলবদলের জন্য তার একমাত্র চাওয়া বার্সেলোনা। ‍এই অবস্থায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। শেষ পর্যন্ত নেইমারের দলবদলের নাটক কোথায় গিয়ে দাঁড়ায়, সেজন্য সোমবার পর্যন্ত অপেক্ষায় থাকতেই হচ্ছে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা