X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বোলিং আশা জাগালেও ভালো হলো না ব্যাটিং প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৯, ১৯:৫১আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৯:৫৯

মুশফিকও ব্যর্থ হলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে পেসাররা আশা জাগালেও দুশ্চিন্তা বাড়াচ্ছেন ব্যাটসম্যানরা। শুধু মাহমুদউল্লাহ ছাড়া অন্য ব্যাটসম্যানদের বেহাল দশা ছিল স্পষ্ট।

বিশ্রামে থাকা তামিম ইকবালের জায়গায় ওপেনিংয়ে সাদমান ইসলাম ও সৌম্য সরকারকে নিয়ে ভাবা হচ্ছে। কিন্তু শনিবার সবুজ দলের হয়ে ব্যাটিংয়ে নেমে দুজনেই শূন্য রানে বিদায় নিয়ে নির্বাচকদের কপালে ভাঁজ ফেলে দিয়েছেন। মেহেদী হাসান মিরাজের শিকার হন সাদমান, আর মোস্তাফিজুর রহমান ফেরান সৌম্যকে। দ্বিতীয় দফাতেও ১৩ রানে মাহমুদউল্লাহর কাছে উইকেট হারান সাদমান।

মিডল অর্ডারে ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম ২১ বল খেলে ৬ রানে আউট হন। আফগান টেস্টের দলে থাকা মুমিনুল হক ও মোসাদ্দেক হোসেন কিছুটা রান করেছেন, কিন্তু সেটা যথেষ্ট নয়। সবুজ দলের হয়ে ইনিংস সেরা ৫১ রান করেন মোসাদ্দেক, আর মুমিনুলের ব্যাটে আসে ৩৫ রান।

সব মিলিয়ে লাল দলের দেওয়া ২৬৯ রানের জবাবে সবুজ দল ১২৫ রানে অলআউট হয়। 

আগের দিন দুই দফায় ব্যাট করতে নামা লাল দলের অধিনায়ক সাকিব আল হাসান (০ ও ৯) বল হাতেও ছিলেন নিষ্প্রভ। ১০ ওভারে ৪১ রান দিয়ে নিতে পারেননি একটি উইকেটও।

দুই দিনের এই প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ভাবালেও পেসাররা ছিলেন দারুণ। আগের দিন লাল দলের পক্ষে ৪ উইকেট নেন তাসকিন আহমেদ, তিনটি পান এবাদত হোসেন। সবুজ দলের হয়ে শেষ দিন আবু জায়েদ রাহী ২২ রানে নেন ৩ উইকেট। তিন পেসারের এই সাফল্য আশাবাদী করে তুলছে নির্বাচকদের।

বাংলাদেশের আরও একটি স্বস্তির জায়গা হলো মাহমুদউল্লাহ বল করেছেন এই ম্যাচে। ব্যাটিংয়ে সেঞ্চুরি করার পর লাল দলের হয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। মাত্র ৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এক কথায় বাংলাদেশের বোলিং অনুশীলনটা আত্মবিশ্বাসী করে তুলছে খেলোয়াড়দের। কিন্তু ব্যাটিংয়ের বেহাল দশার সঙ্গে অন্যতম দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অলরাউন্ডার সাকিবের বিবর্ণ পারফরম্যান্স।

সংক্ষিপ্ত স্কোর:

লাল দল: ৮৪.১ ওভারে ২৬৮ (মাহমুদউল্লাহ ১০৭, আবু হায়দার রনি ৪০, সাব্বির রহমান ৩৪, লিটন দাস ২৫, শফিউল ইসলাম ১৯, জহুরুল ইসলাম ১৩; তাসকিন ৪৫/৪, এবাদত ৪২/৩, তাইজুল ৪১/১, মোসাদ্দেক ৪১/১, আরিফুল ১৫/১)।   

সবুজ দল: ৫২.৩ ওভারে ১২৫ (মোসাদ্দেক হোসেন ৫১, মুমিনুল হক ৩৫, সাদমান ইসলাম ০ ও ১৩, মুশফিকুর রহিম ৬, সৌম্য সরকার ০; মাহমুদউল্লাহ ৪/৩, আবু জায়েদ রাহী ২২/৩, মোস্তাফিজুর রহমান ০/১, মিনহাজুল আবেদীন আফ্রিদি ১০/১, মেদেহী হাসান মিরাজ ১৩/১)

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও