X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বুমরাহর হ্যাটট্রিকে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৯

হ্যাটট্রিক করেছেন বুমরাহ। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করে ছাড়লেন জসপ্রিত বুমরাহ। ভারতীয় এই পেসারের হ্যাটট্রিকে ভারতের ৪১৬ রানের প্রথম ইনিংসের পর ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনে ৮৭ রানে বিদায় নিয়েছেন ৭জন! তারা পিছিয়ে ৩২৯ রানে।

কিংসটনে প্রথম দিনে ৫ উইকেটে ২৬৪ রানের পর ভারতের সংগ্রহটা পাহাড়সম হয়েছে হনুমা বিহারির দৃঢ়চেতা ব্যাটিংয়ে। আগের টেস্টে সেঞ্চুরি বঞ্চিত হওয়ায় আক্ষেপ ছিল তার। কিন্তু এই টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তুলে নিয়েছেন আধিপত্য বিস্তার করে। আবার দলের পুঁজি সমৃদ্ধ করতে টেলএন্ডার ইশান্ত শর্মাকে সঙ্গী করেছিলেন। দুজনেই দলকে টেনে তুলতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন।

শর্মা ৫৭ রান করে ফিরলে বিহারি শেষ পর্যন্ত লড়াই করেছেন। ১১১ রানে হোল্ডার তাকে রোচের ক্যাচ বানালে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪১৬ রানে।

ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার ৭৭ রানে নিয়েছেন ৫ উইকেট। তিনটি নেন অভিষেক হওয়া স্পিনার রাকিম কর্নওয়াল।

জবাবে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই অসহায় করে ছাড়েন বুমরাহ। প্রথম টেস্টের মতো তার আগুনে বোলিংয়ে বিপর্যয়ে পড়ে যায় তারা। এমনটি করতে তৃতীয় ভারতীয় হিসেবে গড়েছেন হ্যাটট্রিকের নজির। বিদায় নেওয়া ৭টি উইকেটের ৬টি নিয়েছেন তিনি। বিনিময়ে দিয়েছেন মাত্র ১৬ রান। হ্যাটট্রিকে ফিরিয়েছেন ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস ও রোস্টন চেজকে। অবশ্য আরও বিপদ ঘনিয়ে আসতো ক্যারিবীয়দের ইনিংসে। যদি না মাঝের দিকে ক্র্যাম্প করে মাঠের বাইরে যেতেন বুমরাহ। ততক্ষণে ২২ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল ক্যারিবীয়দের।

লজ্জাজনক পরিস্থিতি কিছুটা হলেও সামাল দেওয়া গেছে হেটমায়ার ও হোল্ডারের জুটিতে। হেটমায়ার ৩৪ আর হোল্ডার ১৮ রানে ফিরলে ৭ উইকেটে ৮৭ রানে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে আছেন হ্যামিল্টন ও কর্নওয়াল। তাদের ফলোঅন এড়াতে আরও প্রয়োজন ১৩০ রান! বুমরাহ ছাড়া আরও একটি উইকেট নিয়েছেন সামি। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা