X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

টেস্ট খেলতে চট্টগ্রামে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৮

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে শিষ্যদের পরামর্শ দিচ্ছেন কোচ রাসেল ডোমিঙ্গো (ফাইল ছবি) আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে জাতীয় ক্রিকেট দল এখন চট্টগ্রামে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন সাকিব-মুশফিকরা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন এ তথ্য।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাদা পোশাকের লড়াই শুরু হবে ৫ সেপ্টেম্বর। তার আগে তিনটি অনুশীলন সেশন পাবে বাংলাদেশ।

চট্টগ্রামের পথে রওনা হওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেসার তাসকিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অনেকদিন পর দলে ফিরে আমি রোমাঞ্চিত। একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি।’

একমাত্র টেস্টের আগে মেহেদী হাসান মিরাজকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। ফিল্ডিং অনুশীলনের সময় আঙুলে আঘাত পেয়েছিলেন এই অফস্পিনার। তাই ঢাকায় শেষ কয়েক দিন অনুশীলন করতে পারেননি। মিরাজ অবশ্য চট্টগ্রাম টেস্ট শুরুর আগে সেরে উঠতে আশাবাদী। আফগানদের হারানোরও আশাবাদও তার কণ্ঠে, ‘দেশের মাটিতে খেলা, তাই টেস্টে বাংলাদেশ এগিয়ে থাকবে। সেরাটা দিতে পারলে অবশ্যই আমরা সাফল্য পাবো। নতুন কোচের অধীনে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে।  ১০/১২ দিন কঠোর পরিশ্রম করেছি। আশা করি, ফল আমাদের পক্ষে আসবে।’

বাংলাদেশ টেস্ট দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়