X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এসএ গেমসে খেলতে পারবেন মানস?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯

মানস চৌধুরী আগামী ডিসেম্বরে নেপালে অনুষ্ঠেয় এসএ গেমসকে সামনে রেখে আবাসিক ক্যাম্প চলছে টেবিল টেনিস খেলোয়াড়দের। কিন্তু সেখানে নেই পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরী।

জাতীয় টেবিল টেনিসের বর্তমান রানার-আপ মানসের বাড়ি চট্টগ্রামে। সেখান থেকে ঢাকায় এসে তার পক্ষে ক্যাম্পে যোগ দেওয়া সম্ভব নয়। এ নিয়ে তিনি টিটি ফেডারেশনকে চিঠিও দিয়েছেন। তবে ফেডারেশন জানিয়েছে, ক্যাম্পে অনুপস্থিত খেলোয়াড়দের এসএ গেমসের জন্য বিবেচনা করা হবে না।

ফেডারেশনের সিদ্ধান্তে ভীষণ হতাশ মানস। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘টেবিল টেনিস খেলে তো সংসার চালানো যায় না! আমি একজন ডাক্তার, চট্টগ্রামে আমাকে পেশাগত দায়িত্ব পালন করতে হয়। আমার পক্ষে ঢাকার আবাসিক ক্যাম্পে টানা তিন মাস থাকা সম্ভব নয়। আমি ক্যাম্পের ভাতা চাই না। শুধু চট্টগ্রামে ব্যক্তিগতভাবে অনুশীলন করে এসএ গেমসের দল ঘোষণার আগে ট্রায়ালে যোগ দিতে চাই।’

আক্ষেপ নিয়ে তিনি আরও বলেছেন, ‘এর আগেও নিজে নিজে অনুশীলন করে দুটি এসএ গেমস আর একটি কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলাম। তখন তো কোনও সমস্যা হয়নি। তাহলে এখন কেন সমস্যা হবে? ক্যাম্পে যোগ দিলে আমার সংসার চলবে কী করে?’

এ বিষয়ে টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যাখ্যা, ‘আমাদের কিছু করার নেই। আমরা শুধু অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্দেশনা অনুসরণ করছি। আবাসিক ক্যাম্পে যোগ দেওয়া খেলোয়াড়রাই শুধু এসএ গেমসে অংশ নিতে পারবে। মানস ক্যাম্পে যোগ না দিলে আমাদের কিছু করার নেই। তার জন্য তো আমরা নিয়ম বদল করতে পারি না।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা