X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চোটে বিদায় জোকোভিচের, শেষ আটে ফেদেরার-সেরেনা

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৪

রিটায়ার্ড হয়ে বিদায় নিয়েছেন জোকোভিচ। এবারের ইউএস ওপেনে রজার ফেদেরার, রাফায়েল নাদালের মতো অন্যতম ফেভারিট ছিলেন নোভাক জোকোভিচ। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় আলাদা চোখ ছিল তার ওপর। তিন ফেভারিটের এই টুর্নামেন্টে তার বিদায়টা হলো অপ্রত্যাশিতভাবে। কাঁধে চোটের কারণে রিটায়ার্ড হয়ে বিদায় নিয়েছেন শেষ ষোলোতে।

চতুর্থ রাউন্ডে তার প্রতিপক্ষ ছিলেন তিনটি গ্র্যান্ডস্লাম জয়ী ভাভরিঙ্কা। চোটের কারণে খেলা পুরোপুরি শেষ করতে না পারলেও হার নিশ্চিত হয়ে গিয়েছিল জোকোভিচের। প্রথম দুই সেটে হেরেছেন ৬-৪, ৭-৫ গেমে। তৃতীয় সেটে ২-০ গেমে পিছিয়ে থাকা অবস্থাতে বিদায় নেন কোর্ট থেকে।

আচমকা বিদায় নেওয়ায় দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেন সার্বিয়ান তারকা, ‘দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছি। তারা পুরো ম্যাচ দেখতে এসেছিলেন। কিন্তু সেটা আর হয়নি।’

কোয়ার্টার ফাইনালে ভাভরিঙ্কার প্রতিপক্ষ পঞ্চম বাছাই দানিল মেদভেদেভ। জোকোভিচ না পারলেও প্রত্যাশা অনুযায়ী কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন আরেক ফেভারিট রজার ফেদেরার। শেষ ষোলোতে উড়িয়ে দিয়েছেন ১৫তম বাছাই ডেভিড গফিনকে। হারিয়েছেন ৬-২, ৬-২, ৬-০ গেমে। শেষ আটে তার প্রতিপক্ষ গ্রিগর দিমিত্রভ।

বাজেভাবে পড়ে গোড়ালিতে আঘাত পান সেরেনা। মেয়েদের এককে ২৪টি গ্র্যান্ড স্লামের রেকর্ডে ভাগ বসানোর মিশনে এগিয়ে চলেছেন সেরেনা উইলিয়ামস। চতুর্থ রাউন্ডে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন পেত্রা মারতিচকে।

সেরেনা জয় তুলে নিলেও ভক্তদের ভয় পাইয়ে দিয়েছিলেন চোট আঘাত পেয়ে। শেষ সেটে বাজে ভাবে পড়ে আঘাত পেয়েছিলেন গোড়ালিতে। তখন মেডিক্যাল টাইম আউট প্রয়োজন পড়ে তার। ইনজুরি যে তার ওপর প্রভাব ফেলেছিল সেটা ম্যাচ শেষে জানান সেরেনা, ‘মানসিকভাবে চোটটা আমার ওপর প্রভাব ফেলেছিল। কারণ বছর খানেক এই ইনজুরিতে বাজে সময় গেছে আমার।’ শেষ আটে তার প্রতিপক্ষ চীনের ওয়াং কিয়াং।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা