X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শুধু সাকিবকে নিয়ে ভাবছে না আফগানিস্তান

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
০৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৫

শুধু সাকিবকে নিয়ে ভাবছে না আফগানিস্তান যে কোনও কন্ডিশনে বল হাতে দারুণ সফল সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সামলাতে বিশ্বের সব দলই আলাদা পরিকল্পনা সাজায়। আফগানিস্তানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারেন দুর্দান্ত এক বিশ্বকাপ কাটানোর পর প্রথমবার মাঠে নামতে যাওয়া এই তারকা। যদিও আফগানিস্তানের অন্তর্বর্তী কোচ অ্যান্ড্রু মোলস শুধু সাকিবকে নিয়ে ভাবতে রাজি নন।

মঙ্গলবাবার ক্রাচে ভর দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মোলস। সেখানেই সাকিবকে নিয়ে পরিকল্পনা কী, এমন প্রশ্নে আফগান কোচের উত্তর, ‘তার ব্যাপারে আমরা ভীত নই। আমাদের এই প্রশ্নটা বারবার শুনতে হচ্ছে। তাদের দলে তো কেবল সাকিব নেই, আরও বিশ্বমানের অনেক খেলোয়াড় আছে। আমরা পুরো দলকে নিয়ে ভাবছি। আমাদের মূল কাজ হলো ধারাবাহিকতা রক্ষা করা। সাকিবের মতো ধারাবাহিক ক্রিকেট খেলতে হবে আমাদের খেলোয়াড়দের। এটা হলে ফল এমনিতেই আসবে।’

বাংলাদেশের বিপক্ষে ধারাবাহিক ক্রিকেট খেলার পক্ষে আফগানিস্তানের এই ইংলিশ কোচ, ‘আমি আসলে কোনও কিছু নিয়েই উদ্বিগ্ন নই। আমাদের শুধুমাত্র প্রতিটি বিভাগে ধারাবাহিক হতে হবে। আমরা টেস্টে মাত্র তৃতীয় ম্যাচ খেলতে যাচ্ছি। খেলতে খেলতেই এই ফরম্যাটে উন্নতি হবে। এখানে আমরা ভালো না করলেও অসুবিধা নেই, কেননা এটা আমাদের শেখার মঞ্চ।’

একই সঙ্গে বাংলাদেশকে সমীহ করছেন মোলস, ‘বাংলাদেশ দলের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। তারা আমাদের চেয়ে এগিয়ে। ঘরের মাঠে তারা গত কয়েক বছর ধরে অসাধারণ ক্রিকেট খেলছে। অবশ্যই, আমরা তাদের চেয়ে পিছিয়ে। তবু আমরা ভীত নই। আমাদের দারুণ কিছু করতে হবে, তাহলেই কেবল ম্যাচ জেতা সম্ভব।’

পেস আক্রমণে এই মুহূর্তে বাংলাদেশ দলের সেরা বোলার মোস্তাফিজুর রহমান। তিনি নেই চট্টগ্রাম টেস্টে। আফগানিস্তানের কাছে নিশ্চিতভাবেই মোস্তাফিজের না থাকাটা স্বস্তির হওয়ার কথা। যদিও সফরকারীদের অন্তর্বর্তী কোচ ‍এই মুহূর্তে ভাবছেন না এই পেসারকে নিয়ে।

মোস্তাফিজ প্রসঙ্গে মোলসের বক্তব্য, ‘এখানে স্বস্তিতে থাকার কিছু নেই। মোস্তাফিজ অসাধারণ একজন ক্রিকেটার। তার না থাকা মানে অন্যদের সুযোগ। আমরা সবাই জানি সীমিত ওভারের ক্রিকেটের জন্যই তাকে রাখা হয়েছে। ওখানে তার পারফরম্যান্স অসাধারণ। আমরা যখন সাদা বলের ক্রিকেটে ফিরব, তখন তাকে নিয়ে ভাবব। এই মুহূর্তে তাকে নিয়ে ভাবার কোনও সুযোগ নেই।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!