X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘পার্থক্য গড়ে দিতে পারে ব্যাটিং’

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩২

চট্টগ্রামে সাকিবের ব্যাটের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে বাংলাদেশের মতো আফগানিস্তানের বোলিং আক্রমণও স্পিন নির্ভর। দুই দলেই রয়েছে বিশ্বমানের স্পিনার। তাহলে চট্টগ্রাম টেস্টের পাল্লা কার দিকে ভারি থাকবে? সাকিব আল হাসানের ধারণা, ব্যাটসম্যানরা পার্থক্য গড়ে দিতে পারেন লাল বল আর সাদা পোশাকের লড়াইয়ে।

বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বাংলাদেশের টেস্ট অধিনায়কের মন্তব্য, ‘ঘরের মাঠে আমাদের স্পিনাররা সব সময় ভালো বল করে। তারা উইকেটের সুবিধা ভালো মতোই নিতে পারে। তবে আফগানিস্তানেরও ভালো স্পিনার আছে। আমার তাই মনে হচ্ছে স্পিন আক্রমণ ছাপিয়ে দু দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে ব্যাটিং।’

তবে দলের একাদশ বা পরিকল্পনা নিয়ে কিছু বলতে রাজি হননি সাকিব, ‘আমরা ম্যাচটা জিততে চাই। চেষ্টা করবো পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে। তবে পরিকল্পনার কথা বলা যাবে না। পরিকল্পনা বলে দিলে তো কোনও কিছুই গোপন থাকবে না।’

অবশ্য ঘরের মাঠে আরও একবার যে স্পিনারদের ওপরে বাংলাদেশ আস্থা রাখতে যাচ্ছে, অধিনায়কের কণ্ঠে তেমনই আভাস, ‘একটা সময় দেশের মাটিতে আমরা দুজন পেসার নিয়ে নামতাম। কিন্তু তখন খুব একটা সাফল্য পেতাম না। তাই জেতার জন্য পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছিল। সেই সিদ্ধান্তকে কিন্তু ভুল বলা যাবে না। বিদেশে সাধারণত দুই বা তিনজন পেসার খেলে টেস্টে। তবে দেশে স্পিনাররা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’

টেস্ট ক্রিকেটে লম্বা স্পেলে বাংলাদেশের পেসারদের ব্যর্থতার কথা অনেকেরই জানা। আগের দিন কোচ রাসেল ডোমিঙ্গো উদ্বেগ প্রকাশ করেছিলেন এ বিষয়ে। সাকিব অবশ্য অযথা পেসারদের কাঁধে দায় চাপাতে রাজি নন, ‘ঘরোয়া ক্রিকেটে বেশি বল করার সুযোগ পায় না বলে পেসাররা টেস্টে তেমন ভালো করতে পারে না। ফিটনেস সমস্যাও থাকতে পারে তাদের। তবে আমি নিশ্চিত, নতুন পেস বোলিং কোচ এসব বিষয়ে কাজ করছেন। আশা করি, শিগগিরই পেসারদের পারফরম্যান্সের উন্নতি হবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক