X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শেষ টি-টোয়েন্টিতে অনিশ্চিত কুশল-শেহান

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৪

কুশল মেন্ডিস ও শেহান জয়াসুরিয়া মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির শেষ ওভারে ফিল্ডিংয়ের সময় সংঘর্ষের মুখোমুখি হন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও শেহান জয়াসুরিয়া। তাতে শুক্রবার হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে তাদের পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এক ম্যাচ আগেই নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেছে শ্রীলঙ্কা। ২ বল হাতে রেখে ৪ উইকেটে দ্বিতীয় ম্যাচ জেতে কিউইরা। কিন্তু শেষ ওভারে কুশল ও শেহানের সংঘর্ষের ঘটনা না ঘটলে ম্যাচের ফল ভিন্ন কিছু হতে পারতো।

শেষ ওভারে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ রান ঠেকাতে হতো লঙ্কানদের। ওয়ানিন্দু হাসারাঙ্গা প্রথম দুই বলে উইকেট পান। তার তৃতীয় বলে মিচেল স্যান্টনার বাউন্ডারির দিকে শট খেলেন। কিউই ব্যাটসম্যানের উঁচু শটে বল ধরতে লং অন থেকে শেহান আর কুশল মিডউইকেট থেকে দৌড়ে আসেন। ক্যাচটি নিতে পারলে ম্যাচ শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে যেতো। দৌড়াতে থাকা শেহান ক্যাচও নিয়েছিলেন। কিন্তু অন্য দিক থেকে দৌড়ে আসা কুশলের সঙ্গে তার ধাক্কা লাগে এবং বাউন্ডারির বাইরে চলে যান। সীমানা পার হওয়ার আগে বল ছুড়তে না পারায় সেটা ছয় হয়।

সংঘর্ষে বাউন্ডারির বাইরে ছিটকে যান শেহান ও কুশল কুশলও বাউন্ডারির বাইরে ছিটকে যান। বেশ কিছুক্ষণ দুই খেলোয়াড়কে চিকিৎসা দিতে হয়েছে। খুব গুরুতর না হলেও চোটটা শেষ টি-টোয়েন্টিতে তাদের খেলা অনিশ্চয়তার মধ্যে রেখেছে। শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছেন মেন্ডিস, আর জয়াসুরিয়ার ডান পায়ের হাঁটুর একটু উপরে ব্যথা লেগেছে। আজ মেন্ডিসের এমআরআই স্ক্যান করানো হয়েছে এবং রিপোর্ট হাতে পাবো আজই।’

প্রধান নির্বাচক ও টিম ম্যানেজার আশান্থা ডে মেলের বক্তব্য অনুযায়ী, তৃতীয় টি-টোয়েন্টি থেকে দুজনই যদি ছিটকে যায় তাহলেও তাদের বদলি কাউকে আনতে যাচ্ছে না দল। যদিও অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে কেবল দলে আছেন দানুশকা গুনাথিলাকা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!