X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্রাজিল ক্যাম্পে ‘সুখী’ নেইমার

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৫

ব্রাজিলের অনুশীলনে নেইমার দলবদলের জানালা বন্ধ হতেই শুরু হয়েছে আন্তর্জাতিক ফুটবল বিরতি। তবে সেখানেও আলোচনায় নেইমারের দলবদল। গ্রীষ্মের ট্রান্সফার মৌসুমে বার্সেলোনায় যেতে না পারার হতাশা নিয়ে এই ফরোয়ার্ড যোগ দিয়েছেন ব্রাজিলের ক্যাম্পে। তবে সেখানে ‘সুখী’ নেইমারকেই খুঁজে পেয়েছেন ব্রাজিল গোলরক্ষক এদেরসন।

নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জন শোনা গিয়েছে অনেকদিন ধরে। সদ্য শেষ হওয়া দলবদলে কাতালান ক্লাবটি প্যারিস সেন্ত জার্মেই থেকে ব্রাজিলিয়ান তারকাকে ফেরাতে আপ্রাণ চেষ্টা করলেও পারেনি। দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় নেইমার নিজেই প্যারিসে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বার্সেলোনায় ফিরতে না পেরে নেইমারের অবস্থা এখন কী, তা জানতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা। যদিও তার দলবদলের আলোচনা শেষ হওয়ার পরপরই ব্রাজিলের ক্যাম্পে যোগ দিতে হয়েছে। মিয়ামিতে এখন জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর প্রস্তুতিতে নেমেছেন নেইমার। সেখানে হাসিখুশি নেইমারকেই দেখা গেছে। তাছাড়া তার সতীর্থ এদেরসনও জানিয়েছেন, ভালো আছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

বাংলাদেশ সময় শনিবার সকালে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। ওই ম্যাচ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সেলেসাওরা। অনুশীলনের এক ফাঁকে নেইমার ইস্যু নিয়ে এদেরসন বলেছেন, ‘আমি তো তাকে হাসিখুশিই দেখছি। ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো যে কোনও খেলোয়াড়ের জন্য আনন্দের ব্যাপার।’

নেইমারের দলবদল নিয়ে তার বক্তব্য, ‘গ্রীষ্মের দলবদল নিয়ে খুব একটা বলতে পারব না, কারণ ‍আমি জানি না কী হয়েছে। আমি খুব একটা খবর দেখি না। তাই এই বিষয়ের কোনও উত্তর আমার কাছে নেই। তবে ‍আমি এতটুকু বলতে পারি, ব্রাজিল দলের সঙ্গে সে সুখে আছে।’

সঙ্গে যোগ করেছেন, ‘অবশ্যই নেইমার সুখী। জানি না সে খেলবে কিনা। এই প্রশ্নটা (প্রধান কোচ) তিতেকে করলে তিনি অবশ্যই উত্তর দিতে পারবেন। কারণ এই একটা মানুষই কেবল বলতে পারবেন সে (নেইমার) খেলবে কিনা।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিবাসী কর্মীদের জন্য আরও টেকসই ভবিষ্যৎ নির্মাণ হবে: প্রতিমন্ত্রী
অভিবাসী কর্মীদের জন্য আরও টেকসই ভবিষ্যৎ নির্মাণ হবে: প্রতিমন্ত্রী
কেন স্বাস্থ্য খাতে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ প্রয়োজন
কেন স্বাস্থ্য খাতে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ প্রয়োজন
কিংসের বিপক্ষে ফাইনালের পাঁচ রেফারি নিয়ে আপত্তি মোহামেডানের 
কিংসের বিপক্ষে ফাইনালের পাঁচ রেফারি নিয়ে আপত্তি মোহামেডানের 
লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট কাল
লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট কাল
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’