X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের মর্যাদা রক্ষার লড়াই, অস্ট্রেলিয়ার ‘গ্র্যান্ড ফাইনাল’

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৬

মর্যাদা রক্ষার লড়াইয়ের আগে অনুশীলনে রুট-স্টোকস ওল্ড ট্র্যাফোর্ডে ১৮৫ রানের হারে হৃদয় ভেঙে গেছে ইংল্যান্ডের। দ্য ওভালে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টটি তাদের মর্যাদা রক্ষার লড়াই। আর ২০০১ সালের পর প্রথমবার দেশের বাইরে অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করা অস্ট্রেলিয়াও খুব একটা তৃপ্ত নয়। কারণ তারা অ্যাশেজ নিয়ে ফিরতে চায় দেশে।

চার ম্যাচে ২-১ এ এগিয়ে থেকে অস্ট্রেলিয়া আজ বিকাল ৪টায় লন্ডনে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ডের। হেডিংলিতে অবিশ্বাস্য ম্যাচ জয়ের স্মৃতি নিয়ে সুখের সমাপ্তি দেখতে চায় ইংলিশরা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স।

১৮ বছরে প্রথমবার দেশের মাটিতে অ্যাশেজ জিততে পারলো না ইংল্যান্ড। তাতে হতাশ নন, কারণ এখনও আশা বেঁচে আছে ছাইদানিটা ভাগাভাগি করার। স্বাগতিক অধিনায়ক জো রুট বলেছেন, ‘যেমনটা বলছিলাম, আমরা এখনও কিছু হারাইনি। হ্যাঁ, আমরা এটা জিততে না পেরে হতাশ। কিন্তু এখন আমাদের মন একদিকেই, ২-২ এ সিরিজটা শেষ করতে সব করবো আমরা।’

ইংল্যান্ডে ১৮ বছর পর অ্যাশেজ সিরিজ জয়ের উৎসবে মাততে চায় অস্ট্রেলিয়া এই ম্যাচে দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে বাদ পড়া ক্রিস ওকসকে ফেরানো হয়েছে ক্রেইগ ওভারটনকে সরিয়ে। বোলিংয়ে একটা বড় ধাক্কা খেয়েছে তারা, কাঁধের চোট থাকায় বেন স্টোকস খেলবেন কেবল ব্যাটসম্যান হিসেবে। তাতে অতিরিক্ত অলরাউন্ডার হিসেবে জায়গা পেতে পারেন স্যাম কারান। টপ অর্ডার ব্যাটসম্যান জেসন রয়কে রাখা হয়নি শেষ টেস্টে।

একটি পরিবর্তন আছে অস্ট্রেলিয়ায়। দলের পেস আক্রমণকে চাপমুক্ত রাখতে ট্র্যাভিস হেডকে বাদ দিয়ে ১২তম খেলোয়াড় হিসেবে যুক্ত করা হয়েছে অলরাউন্ডার মিচেল মার্শকে। সিরিজে গড় রান ১০ এর নিচে হওয়ার পরও ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের ওপর ভরসা রাখছেন নির্বাচকরা।

ইংল্যান্ডের মাটিতে প্রায় দুই দশকে প্রথমবার অ্যাশেজ ধরে রাখার কীর্তি গড়েছে টিম পেইনের অস্ট্রেলিয়া। কিন্তু এতটুকুতে সন্তুষ্ট নন অজি অধিনায়ক। পঞ্চম টেস্টকে গ্র্যান্ড ফাইনাল হিসেবে দেখছেন পেইন, ‘এটা (শেষ টেস্ট) নিয়ে আমরা এরই মধ্যে অনেক কথা বলেছি। অ্যাশেজ জিততে এখানে এসেছি আমরা, শুধু ধরে রাখার জন্য নয়। গত সপ্তাহের ফল ছিল দুর্দান্ত এবং আমরা খুব ভালো খেলেছিলাম। কিন্তু ছেলেদের সবাই জানে এই টেস্ট ম্যাচ আগেরটার চেয়েও অনেক বড়।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা