X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যত খেলছি, তত অভিজ্ঞ হচ্ছি: রোমান সানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:০২

এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতেছেন রোমান সানা। সময়টা দারুণ কাটছে রোমান সানার। সম্প্রতি একের পর এক সাফল্যে অর্জনের তালিকা সমৃদ্ধ করে চলেছেন। এই বছরের জুনে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতার পাশাপাশি জায়গা করে নেন টোকিও অলিম্পিকে।

তার আগে মার্চে এশিয়া কাপের আসরে জিতেছিলেন রুপা। সেই আসরের আরেকটি সংস্করণে এবার সেরা সাফল্য- জিতেছেন সোনা। এছাড়া দলগত ও মিশ্র ইভেন্টেও আছে পদক। তিন ইভেন্টে পদক জিতে খুব উচ্ছ্বসিত বাংলাদেশের সেরা এই আর্চার।

ফিলিপাইনের ক্লার্ক সিটির এই আসরে অংশ নেওয়ার আগে রোমান রিকার্ভ এককে সেমিফাইনাল লক্ষ্য নির্ধারণ করেছিলেন। অনুশীলনের স্বল্পতায় মূলত বড় রকমের প্রত্যাশা করেননি। কিন্তু ফাইনালে চীনের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সোনা জিতে চমকই দেখিয়েছেন। যদিও রোমান একে চমক হিসেবে মানতে নারাজ। বরং আত্মবিশ্বাসী দেখালো রোমান সানাকে। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি অনেক আনন্দিত। অনেক ভালো লাগছে। ২০১৪ সালেও এমন একটি আসরে সোনা জিতেছিলাম। পাঁচ বছর পর আবারও সাফল্যের দেখা পেয়েছি। যদিও সেমিফাইনালই লক্ষ্য ছিল। কিন্তু ভেন্যুতে এসে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, সফলও হয়েছি।’

রিকার্ভ এককের ফাইনালে ৭-৩ সেট পয়েন্টে জয় এসেছে রোমান সানার। কিন্তু প্রথম দুই সেটে চাপে পড়ে গিয়েছিলেন। প্রথম সেটটি ড্র হলেও হারতে হয়েছে পরের সেটে। শেষ তিনটি সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নিশ্চিত করেন জয়, ‘আসলে শুরুর দিকে একটু বাতাস ছিল। এছাড়া পজিশন নিয়েও সমস্যা হচ্ছিল। পরবর্তীতে পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিয়েছি। শেষ পর্যন্ত আমি জিতে যাই।’

শুধু রিকার্ভ এককে সোনা জেতেননি রোমান। দলগত বিভাগে রুপা ও মিশ্র দলগত বিভাগে ব্রোঞ্জ জিতেছেন।রোমানের পাশাপাশি অন্যরা একটু একটু করে উন্নতি করছেন। রোমান তেমনই বললেন, ‘এবার শুধু আমি একা নই। সতীর্থ যারা আছেন তারা সবাই ভালো করেছে। সবার সহযোগিতায় আমাদের দারুণ ফল হয়েছে।সামনের দিকে আমাদের আরও ভালো করার সুযোগ আছে।আসলে যত খেলছি, আমরা তত অভিজ্ঞ হচ্ছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা