X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘সাকিব চলে যাওয়ায় আমাদের কোনও সমস্যা নেই’

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৭

সাকিবের সঙ্গে ওবায়েদ নিজাম ঢাকা ডায়নামাইটস থেকে সাকিব আল হাসান হঠাৎ করে রংপুর রাইডার্সে যোগ দিয়ে হইচই ফেলে দেন। বিসিবির সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই দলবদলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে বিপিএল গভর্নিং কাউন্সিল। বাঁহাতি বিশ্বসেরা অলরাউন্ডারের এই সিদ্ধান্ত নিয়ে এতদিন প্রকাশ্যে কোনও কথা বলেনি ঢাকার ফ্র্যাঞ্চাইজি। দেড় মাস পর সংবাদ সম্মেলনে এ ব্যাপারে নিজেদের প্রতিক্রিয়া জানালো সাবেক চ্যাম্পিয়নরা।

গত ৩১ জুলাই অনেকটা গোপনে রংপুরের সঙ্গে চুক্তি করেন সাকিব। ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম জানান, বাঁহাতি অলরাউন্ডার চলে যাওয়ায় তাদের কোনও সমস্যা নেই। কিন্তু তাদের অন্তত জানিয়ে যেতে পারতেন তিনি। ওবায়েদ বলেছেন, ‘তিনি চলে গেছেন, তিনি একজন সেরা খেলোয়াড়। গত তিনটি বছর আমাদের সঙ্গে ছিলেন। তার ব্যক্তিত্ব অসাধারণ এবং খুব ভালো ক্রিকেটার। আমার দেখা বাংলাদেশের সেরা খেলোয়াড়দের একজন তিনি। অন্য দলে যদি তিনি খেলতে চান, তাহলে সেটা আমি খুব সহজভাবে নিতে পারি। তিনি যদি অন্য দলে গিয়ে খেলেন, আমার কোনও সমস্যা নেই। তিনি এবং অন্য যে কোনও খেলোয়াড় সেটা করতে পারেন।’

এই কর্মকর্তা প্রশ্ন রাখলেন, ‘কিন্তু কিছু নীতিমালা ও নির্দেশনা আছে যেগুলো আমাদের অনুসরণ করা উচিত। অনেক ফ্র্যাঞ্চাইজি আগে নিয়ম নীতি ভেঙেছেন। (কিন্তু) আমরা কি এমন কিছু চেয়েছি যা বিপিএলের নীতিমালায় ছিল না?’

এবারের বিপিএল হচ্ছে কোনও ফ্র্যাঞ্চাইজিকে ছাড়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’। কোনও ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট হতে না পারলেও বিপিএল হচ্ছে, এতেই খুশি ওবায়েদ, ‘বিপিএল নিয়ে অনেক গুঞ্জন। তবে সবার আগে বিপিএল যে বন্ধ হয়নি, তাতে আমরা খুশি। এজন্য বোর্ডকে ধন্যবাদ জানাই। হয়তো আমরা থাকতে পারবো না, কিন্তু দারুণ ব্যাপার হলো বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এর আয়োজন হচ্ছে। আমি মনে করি আমরা এর গুরুত্বপূর্ণ অংশ হতে পারি। যদি সুযোগ পাই, আমরা অবশ্যই অংশ নিবো। শুধু আমরা নই, আমি মনে করি অনেক ফ্র্যাঞ্চাইজি এবার চুক্তি করতে পারছে না বলে কষ্ট পেয়েছে।’ ক্রিকবাজ

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া