X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডেনলি-স্টোকসের ব্যাটে শক্ত অবস্থানে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৭

ক্যারিয়ার সেরা ইনিংসকে সেঞ্চুরি বানাতে পারলেন না ডেনলি জো ডেনলি ও বেন স্টোকসের দারুণ জুটির পর ইংল্যান্ড দ্রুত কয়েকটি উইকেট হারালেও অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দেওয়ার পথে। লন্ডনের দ্য ওভালে অ্যাশেজের শেষ টেস্টে ২ উইকেট হাতে রেখে দ্বিতীয় ইনিংসে তাদের লিড ৩৮২ রানের।

কোনও উইকেট না হারিয়ে শনিবার সকাল শুরু করা ইংল্যান্ড তৃতীয় দিনের খেলা শেষ করেছে ৮ উইকেটে ৩১৩ রানে। জোফরা আর্চার ৩ ও জ্যাক লিচ ৫ রানে অপরাজিত ছিলেন।

নতুন দিনে নাথান লায়নের স্পিনে বিপদে পড়েছিল ইংল্যান্ড। দলীয় ৫৪ রানে ররি বার্নসকে (২০) ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন অজি স্পিনার। জো রুটও (২১) ফিরে যান স্কোরবোর্ডে ৮৭ রান থাকতে।

স্টোকসের ব্যাটে দ্বিতীয় সেশনের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড এরপর অস্ট্রেলিয়ার কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেন ডেনলি ও স্টোকস। তাদের ব্যাটে প্রায় দুই সেশন দাপট দেখায় স্বাগতিকরা। ১২৭ রানের এই শক্ত জুটি শেষ পর্যন্ত ভাঙে চা বিরতির কিছুক্ষণ পর। স্টোকস ৬৭ রানে লায়নের তৃতীয় শিকার হন। বোল্ড হওয়ার আগে তার ১১৫ বলের ইনিংসে ছিল ৫ চার ও ২ ছয়।

কয়েক ওভার পর ডেনলিকে আক্ষেপে পোড়ান পিটার সিডল। স্টিভেন স্মিথের ক্যাচ হয়ে ক্যারিয়ার সেরা ইনিংসকে সেঞ্চুরি বানাতে ব্যর্থ হন ইংলিশ ওপেনার। ২০৬ বলে ১৪ চার ও ১ ছয়ে ৯৪ রান করেন ডেনলি।

৫৬ রানের ব্যবধানে স্বাগতিকদের আরও ৪ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া। এই ধসের মুহূর্তে ৪৭ রানের ইনিংস খেলে প্রতিরোধ গড়েন জস বাটলার। তিনি আউট হওয়ার পর আর্চার ও লিচ আরও ৩.৫ ওভার ক্রিজ আঁকড়ে পড়ে ছিলেন।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩ উইকেট নেন লায়ন। দুটি করে পান মিচেল মার্শ ও সিডল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া