X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কোহলি ঝড়ে ভারতের সহজ জয়

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫২

কোহলি ও ধাওয়ান গড়েন জয়ের ভিত ভারতের বোলারদের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ব্যাটিংয়ে নিজের চেনা রূপে হাজির হয়েছিলেন বিরাট কোহলি। দুয়ে মিলে মোহালির দ্বিতীয় টি-টোয়েন্টি সহজেই জিতে নিয়েছে স্বাগতিকরা। প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়েছে ভারত।

অধিনায়ক কুইন্টন ডি ককের হাফসেঞ্চুরির (৫২) সঙ্গে তেম্বা বাভুমার ৪৯ রানে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা করে ৫ উইকেটে ১৪৯। জবাবে কোহলির হার না মানা হাফসেঞ্চুরিতে (৭২*) ১ ওভার আগেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত। তাতে  তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

অধিনায়ক হিসেবে নতুন অধ্যায়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ডি কক। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৭ বলে ৮ বাউন্ডারিতে খেলেন তিনি ৫২ রানের ইনিংস। তার সঙ্গে তেম্বা বাভুমা ৪৩ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৯ রানের ইনিংস খেললে বড় স্কোরের স্বপ্ন দেখে প্রোটিয়ারা। যদিও শেষ দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৪৯ রানে শেষ হয় তাদের ইনিংস। ডেভিড মিলার করেন ১৮ রান, আর ডোয়াইন প্রিটোরিয়াসের ব্যাট থেকে আসে ১০ রান।

ভারতের সবচেয়ে সফল বোলার দীপক চাহার। ৪ ওভারে ২২ রান দিয়ে তার শিকার ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নাভদীপ সাইনি, রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া।

১৫০ রানের লক্ষ্যে রোহিত শর্মা ১২ রানে আউট হলেও জয়ের ভিত গড়েন শিখর ধাওয়ান ও কোহলি। ধাওয়ান ৩১ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪০ রান করে আউট হলেও কোহলি দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ৫২ বলে ভারতীয় অধিনায়ক খেলেন অপরাজিত ৭২ রানের ইনিংস, যাতে ছিল ৪ বাউন্ডারির সঙ্গে ৩ ছক্কার মার। ম্যাচসেরার পুরস্কার জেতা এই ব্যাটসম্যানের সঙ্গে ১৪ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন শ্রেয়াস আইয়ার। ঋষভ পান্ত করেন ৪ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নিয়েছেন আন্দিলে ফেলুকাও, তাবরেজ শামসি ও বিয়র্ন ফর্টুইন। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…