X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জাভিকে বার্সার কোচ হিসেবে চান ইতো

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৬

বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ জয়ের উৎসবে জাভি ও ইতো খেলোয়াড়ি জীবনের মাঝেই কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন জাভি। এখন কাতারি ক্লাব আল সাদের প্রধান কোচের দায়িত্বে বার্সেলোনা কিংবদন্তি। ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কাতালান ক্লাবটিতে কাটানো জাভিকে আবারও ন্যু ক্যাম্পে দেখতে চান স্যামুয়েল ইতো। সাবেক সতীর্থ বার্সেলোনার কোচ না হলে মেরে ফেলার হুমকিও দিয়ে রাখলেন তিনি!

রসিকতা করেই কথাটা বলেছেন ইতো। ২০০৪ থেকে ২০০৯— ৫ বছর বার্সেলোনায় কাটিয়েছেন ক্যামেরুন কিংবদন্তি। ওই সময় সতীর্থ হিসেবে ন্যু ক্যাম্পে ‍তিনি পেয়েছিলেন জাভিকে। দিনকয়েক আগে ফুটবলকে বিদায় জানানো ইতো সাবেক এই সতীর্থকে নিয়েই কথা বলেছেন।

চলতি মৌসুমেও কঠিন পরিস্থিতির মধ্যে আছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে। লা লিগার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের শুরুটাও ভালো হয়নি তার। অন্যদিকে আল সাদের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করা জাভি নিজেকে ইতিমধ্যে প্রমাণ করেছেন। ভবিষ্যতে তাকে বার্সেলোনার কোচের চেয়ারে দেখছেন অনেকেই।

যাদের মধ্যে ইতো অন্যতম। জাভিকে তিনি কাতালান ক্লাবটির কোচ হিসেবে দেখতে চান। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইতো বলেছেন, ‘কাতার ও স্পেনে সে (জাভি) দারুণ নেতৃত্ব দিয়েছে। ও যদি বার্সেলোনাকে কোচিং ‍না করায়, তাহলে আমি ওকে মেরে ফেলবো!’ সাবেক সতীর্থের বিষয়ে রসিকতা করার পরের মুহূর্তেই ইতো আবার মেতে উঠলেন প্রশংসায়।

জাভির ‍সঙ্গে আন্দ্রেস ইনিয়েস্তাকেও ভাসালেন প্রশংসার জোয়ারে, ‘২০০৬ সালে প্যারিসের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ও (ইনিয়েস্তা) ম্যারাডোনা, মেসি ও (ক্রিস্তিয়ানো) রোনালদোর মিলিত রূপে খেলেছিল। আমার প্রথম সাক্ষাৎকারে আমি বলেছিলাম, আমি যাদের সঙ্গে অনুশীলন করেছি, তাদের মধ্যে সে সেরা।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!