X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মাসাকাদজার বিদায়ী ম্যাচে বিসিবির সংবর্ধনা

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৫

হ্যামিল্টন মাসাকাদজা জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা বাংলাদেশকে ‘দ্বিতীয় বাড়ি’ মনে করেন। এখানেই খেলছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। তাই তাকে বিদায় সংবর্ধনা দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ ও আফগানিস্তান ফাইনালে উঠে যাওয়ায় লিগ পর্বের শেষ দুটি ম্যাচ হয়ে গেছে নিয়ম রক্ষার, যার প্রথমটি হবে শুক্রবার সন্ধ্যায়। আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের শেষ ম্যাচ খেলবে টানা তিন ম্যাচ হারা জিম্বাবুয়ে। কিন্তু এই ম্যাচ জিম্বাবুয়ানদের কাছে বিশেষ কারণে গুরুত্বপূর্ণ, এটা খেলেই প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাবেন মাসাকাদজা।

খুলনায় ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে খেলেই টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করেছিলেন মাসাকাদজা। আন্তর্জাতিক ক্রিকেটে তার শুরুটা হয়েছিল জিম্বাবুয়ের স্বর্ণযুগের শেষ সময়ে। আর বিদায় নিচ্ছেন যখন তার দেশের ক্রিকেট ধ্বংসের দ্বারপ্রান্তে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও পা পড়েছে তার অনেকবার। আর জাতীয় দলের হয়ে তো প্রায় আসা হয় তার। এই দেশকে তাই নিজের আরেকটি বাড়ি মনে করতে কখনও দ্বিধা হয়নি। তাই প্রাপ্য সম্মানটুকু তাকে দিতে চায় বিসিবি, জানা গেছে স্মারক উপহার তুলে দেওয়া হবে তার হাতে।

২০২০ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই অবসরে যাওয়ার ইচ্ছা ছিল মাসাকাদজার। কিন্তু বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়েকে আইসিসি নিষিদ্ধ করায় ওই টুর্নামেন্টে তাদের খেলা শঙ্কায় পড়েছে। আর তাই খেলার মাঠ থেকে অবসর নিতেই এই সিরিজকে বেছে নিয়েছেন ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়ে বিদায় নিচ্ছেন তিনি। দেশের ৬৯টি কুড়ি ওভারের ম্যাচের মধ্যে শুধু চারটি খেলা হয়নি তার, সবগুলো ২০১৫ সালে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১ হাজার ৫৯১ রান, সর্বাধিক ১০টি হাফসেঞ্চুরি ও সবচেয়ে বেশি বাউন্ডারির রেকর্ডও তার।

২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারারে টেস্ট দিয়ে আন্তর্জাতিক মঞ্চে পা রাখেন মাসাকাদজা। ক্যারিয়ার শেষ করছে ৩৮ টেস্ট ও ২০৯ ওয়ানডে খেলে। টেস্টে তার রান ২ হাজার ২২৩ ও ওয়ানডেতে ৫ হাজার ৬৫৮। ৩ ফরম্যাট মিলিয়ে শিকার করেছেন ৫৭ উইকেটও।

ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেই মাসাকাদজা জানান, নিজের শেষ টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে ভালো কিছু করতে চান। কিন্তু দলের সঙ্গে ব্যর্থ তিনিও, তিন ম্যাচে করেছেন সব মিলিয়ে ৫৮ রান। তবে শেষ ম্যাচে তার এই আক্ষেপ কাটাতে পারে পুরো দল, জয়ের জন্য এই উপলক্ষটা কাজে লাগাতে চায় তারা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো