X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘জয়ের ধারাবাহিকতায় থেকে ফাইনাল খেলতে চাই’

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৪

শফিউল ইসলাম ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে লিগ পর্বের শেষ ম্যাচেও আফগানদের সঙ্গে লড়বে তারা। ফাইনালের আগে আত্মবিশ্বাস যোগাতে এই ম্যাচ স্বাগতিকরা জয়ের বিকল্প দেখছে না বললেন শফিউল ইসলাম।

সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের কাছে হারের পর জিম্বাবুয়েকে ৩৯ রানে হারাতে ব্যাটে বলে দুর্দান্ত ছিল বাংলাদেশ। সেই ধারা ধরে রেখে আফগানিস্তানের বিপক্ষে জয়খরা কাটাতে চায় স্বাগতিকরা। ফাইনালের প্রস্তুতিটা তাতে বেশ ভালোই হবে সাকিবদের জন্য।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বললেন জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেট নেওয়া শফিউল, ‘আমাদের প্রস্তুতি ভালো। কালকের (শনিবার) ম্যাচটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা ভালো খেলে জিততে পারলে আত্মবিশ্বাস বাড়বে। এই জয়ের অভ্যাসটা আমাদের ফাইনাল খেলতে অনেক সাহায্য করবে।’

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার মুখোমুখি হয়ে জিতেছিল বাংলাদেশ। কিন্তু এরপর টানা চার ম্যাচ হেরেছে তারা। রশিদ খানদের বোলিং আক্রমণে কোনোবার বেশি সুবিধা করতে পারেননি ব্যাটসম্যানরা। কোথায় ভুল হচ্ছে, সেগুলো খুঁজে বের করে শিখতে হবে মনে করেন শফিউল, ‘আমরা যদি আমাদের ভুলগুলো শুধরাতে পারি এবং নিজেদের কাজটা ঠিকমতো করে শতভাগ দিতে পারি তাহলে ওদের হারানো সম্ভব।’

যে কোনও উইকেটেই আফগানিস্তানের রিস্ট স্পিনাররা ভয়ঙ্কর। টার্নিং উইকেট পেলে তো প্রতিপক্ষকে আরও চেপে ধরে। তাই বাংলাদেশকে স্পোর্টিং উইকেটের দিকেই ঝুঁকতে হচ্ছে। এক্ষেত্রে পেসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বললেন শফিউল, ‘বোলিং আক্রমণে কাদের প্রাধান্য থাকবে, এটা টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। পেসাররা খেলুক বা স্পিনাররা, পরিকল্পনা বাস্তবায়ন করা সবারই দায়িত্ব। সবার উচিত হবে নিজের শক্তির জায়গায় থেকে ঠিক জায়গায় বল করা। তাহলেই আফগানিস্তানের ব্যাটসম্যানদের আটকে রাখা সম্ভব হবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা